Home Featured Mayawati: ‘সরকারি কর্মকর্তাদের বদলি-পোস্টিংয়ে দুর্নীতির খেলা চলছে’, যোগী সরকারকে নিশানা মায়াবতীর

Mayawati: ‘সরকারি কর্মকর্তাদের বদলি-পোস্টিংয়ে দুর্নীতির খেলা চলছে’, যোগী সরকারকে নিশানা মায়াবতীর

by Anamika Nandi

মহানগর ডেস্ক: রবিবার বহু জন সমাজ পার্টির প্রধান মায়াবতী (Mayawati) সরকারি কর্মকর্তাদের স্থানান্তর সংক্রান্ত বিতর্ক নিয়ে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, রাঘব বোয়ালদের বাঁচানোর চেষ্টা করছে যোগী সরকার (Uttarpradesh Government)। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার বিএসপি পদাধিকারীদের একটি সভায় তিনি জানিয়েছেন যে, উত্তরপ্রদেশের জনগণ প্রতিটি স্তরে দুর্নীতির কারণে হয়রানির শিকার। এখন সরকারি আধিকারিকদের বদলি-পোস্টিংয়ে দুর্নীতির খেলা চলছে।

প্রসঙ্গে মায়াবতী বলেছেন, ‘যোগী রাজ্যের জনগণ দেখতে পাচ্ছে কীভাবে সরকারি কর্মকর্তাদের বদলি-পোস্টিংয়ের মাধ্যমে দুর্নীতির খেলা চলছে। এতদিন মুখোশের আড়ালে সমস্ত কাজ হয়ে এসেছে’। উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক নিজে ৪ জুলাই স্বাস্থ্য বিভাগে বদলি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অতিরিক্ত মুখ্য সচিব, চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগকে চিঠি লিখেছেন। বলেছেন, নীতি মেনে সরকারি আধিকারিকদের বদলি হয়নি। প্রসঙ্গে বিশদ ব্যাখ্যা অতিরিক্ত মুখ্য সচিবকে দিতে বলেছেন। সেই চিঠিটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। পরবর্তীতে যোগী আদিত্যনাথ স্বাস্থ্য বিভাগে বদলির তদন্তের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন।

আবার সম্প্রতি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের পাঁচ জন আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বরখাস্ত হওয়া ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে ইঞ্জিনিয়ার-ইন-চিফ মনোজ কুমার গুপ্তা, প্রকল্প ও পরিকল্পনা বিভাগের রাকেশ কুমার সাক্সেনা, সিনিয়র স্টাফ অফিসার শৈলেন্দ্র কুমার যাদব, প্রশাসনিক কর্মকর্তা পঙ্কজ দীক্ষিত এবং প্রধান সহকারী সঞ্জয় কুমার চৌরাসিয়ার। উল্লেখিত সকলের বিরুদ্ধে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে এদিন উত্তরপ্রদেশ সরকারের দিকে আঙুল তুলেছেন মায়াবতী।

You may also like