মহানগর ডেস্ক: ফের রক্তচোখ দেখাতে শুরু করেছে করোনা (Covid 19)। বেশ কয়েকমাস স্বস্তির পর আবার সুখের ঘুম কেড়ে নিতে চলেছে মারণ ভাইরাস। বুধবার ভারতে ৫,২৩৩টি নতুন আক্রান্তের খোঁজ মিলেছে, যা একলাফে একদিনে ৪১ শতাংশ বেড়ে গিয়েছে।
ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে ক্রমাগত লাফ দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। যার অন্যতম মহারাষ্ট্র। ইতিমধ্যেই করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে সে রাজ্যে।
অন্যদিকে বেঙ্গালুরু পুরসভা মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। সবমিলিয়ে করোনা(Covid19)-র নতুন করে মাথাচাড়ার ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কপালের ভাঁজ চওড়া হতে শুরু করেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৯৩দিন পরে কোভিড সংক্রমিতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৮৫৭।
কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক মৃত্যুর নিরিখে ভারতে এ পর্যন্ত মারণ ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫,২৪,৭১৫-এ এসে দাঁড়িয়েছে। অতিমারির শুরু থেকে ৪.৩১ কোটি কোভিড আক্রান্তের ঘটনা ঘটেছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যের খবর অনুযায়ী মহারাষ্ট্রে ১,৮৮১জন নতুন আক্রান্তের খবর মিলেছে। যা ফেব্রুয়ারির থেকে ৮১ শতাংশ বেড়েছে। ওই রাজ্যে একজন বি.এ ফাইভ ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। শুধু মহারাষ্ট্রেই মঙ্গলবার ১,২৪২টি নতুন করে আক্রান্তের হদিশ মিলেছে, যা সোমবারের দ্বিগুণ।