Home Featured Cricket Selection Committee: টি-টুয়েন্টিতে হারের জের, বহিষ্কৃত চেয়ারম্যান চেতন শর্মা, সরানো হল বাকিদের

Cricket Selection Committee: টি-টুয়েন্টিতে হারের জের, বহিষ্কৃত চেয়ারম্যান চেতন শর্মা, সরানো হল বাকিদের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর নির্বাচক কমিটির (Cricket Selection Committee) খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নিল বিসিসিআই (BCCI)। বহিষ্কার করা হল নির্বাচক কমিটির চেয়ারম্যান (Chairman) চেতন শর্মাকে। একইসঙ্গে কমিটির সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হল হরবিন্দর সিং,সুনীল জোশি, দেবাশিস মহান্তিকে। শূন্যপদের জন্য আবেদন করার আমন্ত্রণ জানানো হয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠার পরই এই সিদ্ধান্ত নিল বিসিসিআই। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরে সেমিফাইনালে ছিটকে যায় টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটারদের বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ড্য ছাড়া বাকিদের পারফর্মেন্স নিয়ে ক্ষোভ দেখা দেয়। অভিযোগের আঙুল ওঠে দল নির্বাচন নিয়ে।

দিন কয়েক আগে চেতন শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের নাম ঘোষণা করেন। ২০২০ সালে সুনীল জোশির জায়গায় চেয়ারম্যান হয়ে যোগ দেন চেতন শর্মা। তাঁর আমলে টিম ইন্ডিয়া দুদেশের ক্রিকেট সিরিজ জিতলেও একাধিক দেশের ক্রিকেট সিরিজে ভালো ফল করতে পারেনি। বিসিআই পুরুষদের দলের নির্বাচকপদে আবেদনের কথা জানিয়েছে। পাঁচটি পদ শূন্য রয়েছে। আবেদনকারীদের যোগ্যতা নিয়েও জানিয়ে দিয়েছে বিসিসিআই। সেগুলি হল আবেদনকারীর সাতটি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।১০টি একদিনের ক্রিকেট টুর্নামেন্ট ও কুড়িটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারী কমপক্ষে পাঁচ বছর আগে খেলা থেকে অবসর নিয়েছেন। শুক্রবার এ নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কেউ ক্রিকেট কমিটিতে পাঁচ বছর সদস্য থাকাকালীন আবেদন করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নভেম্বরের আঠাশ তারিখ বলে জানানো হয়েছে।

You may also like