Home Crime প্রেম নিয়ে বিবাদ, ছট পুজো করে ফেরার পথে শুট আউটে মৃত ২, আহত ৪

প্রেম নিয়ে বিবাদ, ছট পুজো করে ফেরার পথে শুট আউটে মৃত ২, আহত ৪

by Shreya Maji
1 views

মহানগর ডেস্ক: ছট(Chhath) পুজো সেরে ফেরার পথে বিপত্তি। সোমবার বিহারের লক্ষীসরাইয়ে ছট পুজার অনুষ্ঠান থেকে ফেরার সময় এক পরিবারের দুই সদস্যকে গুলি করে খুন করা হয়েছে এবং আরও চারজন আহত হয়েছে। আরও ভাল চিকিৎসার জন্য পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার আগে দুই মহিলা সহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন লক্ষীসরাইয়ের পুলিশ সুপার পঙ্কজ কুমার। পুলিশ জানিয়েছেন “বিষয়টি একটি প্রেমের সম্পর্কের সঙ্গে জড়িত।” পুলিশ অভিযুক্তকে আশিস চৌধুরী বলে শনাক্ত করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য তদন্ত করছে। ইতোমধ্যে পুলিশ খুনের অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, “ঘটনাটি ঘটেছে পাঞ্জাবি মহল্লায়। একটি পরিবারের ছয়-সাতজন সদস্য ছট থেকে ফিরছিলেন, যখন আশীষ চৌধুরী, যিনি  মৃতের বাড়ির সামনে থাকতেন তিনি গুলি চালান। ছয়জন গুলিবিদ্ধ হয়, তাদের মধ্যে দুজন মারা গিয়েছে। আরও দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এসপি পঙ্কজ কুমার  জানিয়েছেন।

নিহতরা হলেন ভাই চন্দন ঝা এবং রাজনন্দন কুমার, দুজনেরই বয়স ৩১ বছর। পুলিশ জানিয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো আশীষ চৌধুরী নিহতের পরিবারের একটি মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু অনুমতি পাননি।  আহতদের মধ্যে আশীষ চৌধুরী যাকে বিয়ে করতে চেয়েছিলেন সেই মেয়েটিও রয়েছে। মেয়েটিকে লাভলী কুমারী নামে চিহ্নিত করা হয়েছে। আরও যারা আহত হয়েছেন তাঁরা হলেন, প্রীতি কুমার, দুর্গা কুমার এবং শশী কুমার। এই ঘটনা নিয়ে দুই বাড়ির মধ্যে অশান্তিও শুরু হয়। পুলিশ সকলকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে।

এই ঘটনা রাজনইতিক মোড়ও নিয়েছে। বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বিহারে একটি “জঙ্গলরাজ” নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিন্দা করেছেন, বিশেষত তিনি আরজেডির  সঙ্গে হাত মেলানোর পরে। বিজেপি নেতা অভিযোগ করে বলেছেন, “লখিসরাইয়ে, যখন একটি পরিবারের কিছু সদস্য পুজো দিয়ে ফিরছিলেন… তাদের গুলি করা হয়েছিল… আইনের ভয় ছাড়াই। নীতীশের সঙ্গে আরজেডি ক্ষমতায় আসার পর থেকে অপরাধীদের দাপট বেড়েছে… বিহার জঙ্গলে পরিণত হচ্ছে রাজ।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved