Home Crime লজ্জাজনক, ৩৫ বছরের মহিলাকে অপহরণ করে গণধর্ষণের পর ফেলে দেওয়া হল মাঠে

লজ্জাজনক, ৩৫ বছরের মহিলাকে অপহরণ করে গণধর্ষণের পর ফেলে দেওয়া হল মাঠে

by Shreya Maji
4 views
Gang raped

মহানগর ডেস্ক:  দেশে ধর্ষণের ঘটনা দিনে দিনে যেহারে বাড়ছে তাতে সাধারণ মানুষের মধ্যে চিন্তা বাড়ছে।  মহিলাদেড় নিরাপত্তা কোথায় এই প্রশ্নই উঠছে সমস্ত মহলে। ফের আরও একটি ঘটনা সামনে এসেছে। এক ৩৫ বছরের মহিলাকে অপহরণ ও  গ্ণধর্ষণ (Gang raped)  করা হয়েছে বলেই অভিযোগ এসেছে। এমনটাই  পুলিশ সোমবার জানিয়েছে। ৪ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।

মধ্যপ্রদেশের অশোক নগর জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ রবিবার তথ্য  পায় একজন আহত মহিলাকে একটি কৃষিক্ষেত্রে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। খবর পেয়েই সেখানে হাজির হয় উদ্ধারকারী দল, জানান  পুলিশের সাব ডিভিশনাল অফিসার বিবেক শর্মা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে শাদোরার একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর  তাঁকে  অশোক নগরের জেলা হাসপাতালে রেফার করা হয় বলে জানান তিনি। নির্যাতিতা পুলিশকে বলেছে  তাঁকে অপহরণ ও ধর্ষণ করেছে চার জন, যাদের মধ্যে তিনজনকে সে চিনত। অভিযুক্তরা পরে  তাঁকে একটি  জমিতে ফেলে  দিয়ে চলে যায়।

পুলিশ জানিয়েছে, এই গণধর্ষণ (Gang raped ) মামলার একজন আসামি একটি হত্যা মামলার সাক্ষী।  মহিলার ডাক্তারি পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পুলিশ গণধর্ষণ, অপহরণ এবং অপরাধমূলক ভয় দেখানোর জন্য প্রাসঙ্গিক ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা দায়ের করেছে।  অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানান তিনি।

You may also like