Home Crime মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার ৭০ কোটির কোকেন

মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার ৭০ কোটির কোকেন

by Shreya Maji
4 views

মহানগর ডেস্ক: পুজোর মুখেই বড় সাফল্য। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর বড় মাপের চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করেছে। পৃথক ঘটনায় দুই বিদেশী নাগরিক সহ ৪  চোরাচালানকারীকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়  ৭০ কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত করেছে।

 মঙ্গলবার একজন কর্মকর্তা জানিয়েছেন, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  ৭ কেজি ওজনের কোকেন  উদ্ধার করেছে। ডিআরআই-এর মুম্বাই জোনাল ইউনিটও একজন অভিযুক্তের কাছ থেকে পাঁচটি গুলি সহ একটি বন্দুক উদ্ধার করেছে, যিনি আইনি নথিপত্র দেখাতে পারেননি। অস্ত্রটি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চারটি ঘটনাই গত দুই দিনে রিপোর্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, একটি ডিআরআই দল দুই ব্যক্তিকে আটক করেছে যারা তাদের ট্রলি ব্যাগের মিথ্যা গহ্বরে কোকেন লুকিয়ে পাচার করার চেষ্টা করছিল। ধরা পরে যাওয়ার ভয়ে কয়েকজন সেই ক্যাপসুল গিলে নিয়েছিল। তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। একটি ফলো-আপ অ্যাকশনে, ডিআরআই আধিকারিকরা পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারে একজন ব্যক্তির বাসভবন থেকে মাদকদ্রব্য (কোকেন) জব্দ করেছে, আধিকারিক বলেছেন, এটি নাইরোবি থেকে দিল্লি বিমানবন্দরের মাধ্যমে পাচার করা হয়েছিল।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved