পুলিশের বেপরোয়া কারণে প্রাণ গেলো এক শিশুর। ঘটনা টা ঘটেছে বিটি রোড সংলগ্ন টিটাগর থানার সামনে। বৃহস্পতিবার সকালে টিটাগড় থানার সামনে প্রিজন ভ্যানের ধাক্কায় মারা গেল এক শিশু। ঘটনাসূত্রে জানা গেছে মৃত শিশু টিটাগর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিন সকালে স্কুটির পিছনে বসে যাচ্ছিলো সে। স্থানীয় সূত্রে খবর সেই স্কুটি তে পুলিশের ভ্যান ধাক্কা মারে এবং সাথে সাথেই শিশুটি ছিটকে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় এলাকার বাসিন্দা ও পুলিশ তাকে সাগরদত্ত মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে ডাক্তারা তাকে মৃত বলে ঘোষণা করে। এর পর ক্ষোভে ফেটে পরে স্থানীয় বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগডে দেন তারা। পরিবারের তরফে সরকারি সাহায্যের দাবী ও করা হয়।