মহানগর ডেস্ক: অমানবিক বললে কম বলা হয়। কুকুরের গলায় বেঁধে রাখার চেন বেঁধে কুকুরের মতো ঘেউ ঘেউ ডাক দিতে বাধ্য করা (Forced A Man Bark Like A Dog )। বেশ কিছুদিন আগে এমন অমানবিক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর মধ্যপ্রদেশে পুলিশ গ্রেফতার করে তিনজনকে। তাদের কঠোর জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করার পর অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় প্রশাসন। ভিডিওয় অমানবিক আচরণের ঘটনা ভাইরাল হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওই তিনজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন। ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিন অভিযুক্তের বাড়িকে বুলডোজার দাওয়াই দেওয়া হবে।সেইমতো তাদের বাড়ি বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
পঞ্চাশ সেকেন্ডের ভাইরাল ভিডিওয় দেখা যায় এক ব্যক্তিকে কুকুরের গলায় বাঁধার চেন পরিয়ে কুকুরের ডাক ডাকতে বাধ্য করা হচ্ছে। তিনজন ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায় কুকুর হ। বল সাহিল ভাই আমি দুঃখিত। নিগৃহীতের পরিবারের অভিযোগ সাহিল ও সঙ্গীরা তাকে মাদক নিতে জোরাজুরি করে। গো মাংস খাইয়ে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দেয়। এমনকী নিজের বাড়িতে ডাকাতি করার জন্য চাপও দেয় তারা। এই ঘটনায় নিগৃহীতের ভাই থানায় অভিযোগ জানাতে গেলে তাকে গুরুত্ব দেয়নি পুলিশ। কোনও অভিযোগও নেওয়া হয়নি।