মহানগর ডেস্ক: হরিদেবপুরে ঘটলো হাড়হিম করা হত্যাকাণ্ড। স্ত্রীকে ছুরি মেরে খুনের পর বিষ খেয়ে আত্মঘাতী স্বামী।ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ হরিদেবপুরের ডলি ভিলায়। খবর পেয়ে পুলিশ দ্রুত দুজনকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এমন ঘটনায় স্তব্ধ সকলে। ঠিক কী কারণে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হল, তা নিয়ে রয়েছে সন্দেহ। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত শুভেন্দু দাস নামে বছর বত্রিশের এক যুবক, পেশায় অটোচালক। রবিবার রাত সোয়া দশটা নাগাদ ছুরি নিয়ে আচমকাই সে স্ত্রীর উপর হামলা চালায়। স্ত্রীর কৃষ্ণা দে-র বয়স মাত্র ২১ বছর। তাঁর বাড়ি সোদপুরের রামকৃষ্ণ নগরের বাসিন্দা। অভিযোগ, কৃষ্ণার ঘাড়ে এলোপাথাড়ি কোপ মারে শুভেন্দু।তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর ডলি ভিলাতেই শুভেন্দুর মৃতদেহ উদ্ধার হয়।পুলিশ সূত্রে খবর, সে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে।
শুভেন্দু টালিগঞ্জ থেকে বেহালা চৌরাস্তা রুটের অটোচালক। বছর খানেক আগে কৃষ্ণার সঙ্গে তাঁর রেজিস্ট্রি ম্যারেজ হয়। কিন্তু কৃষ্ণার বাড়ি থেকে এই বিয়ে মেনে নেয়নি। তা নিয়ে উভয়ের মধ্যে অশান্তি চলছিল। বিবাহবিচ্ছেদ মামলাও দায়ের হয়। এসবের জেরেই শুভেন্দু স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী হল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে আশপাশের বাসিন্দারা এমন ঘটনায় স্তম্ভিত।