Home Crime ব্যাঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি তরুণীর পচা গলা মৃতদেহ, পলাতক বাবা

ব্যাঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি তরুণীর পচা গলা মৃতদেহ, পলাতক বাবা

by Mahanagar Desk
39 views

মহানগর ডেস্কঃ  ফ্ল্যাট থেকে উদ্ধার এক তরুণীর পচাগলা মৃতদেহ ঘিরে চাঞ্চল্য পরিস্থিতির সৃষ্টি হলো এলাকাজুড়ে। মৃতা তরুণীর পরিচয় নিয়ে ধোঁয়াশা হলেও জানা যাচ্ছে এই তরুণী পশ্চিমবঙ্গের বাসিন্দা, বয়স ২৪-২৫ বছর। জানা যাচ্ছে ফ্ল্যাটে ওই তরুণীর   সঙ্গে ৪০ বছর বয়সী এক ব্যক্তি থাকতেন। বাড়ির মালিক ও এলাকার লোকজন তাদের দুজনকে ‘বাবা মেয়ে’ বলে জানতেন । ঘটনা ঘিরে ক্রমাগত ঘনীভূত হচ্ছে রহস্য।

এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর এক ফ্ল্যাটে। সোমবার সকালে দক্ষিণ বেঙ্গালুরুর চাঁদপুর অঞ্চলের অন্তর্গত একটি আবাসিক ভবনের, তিনতলা থেকে, বেঙ্গালুরু পুলিশ এক বাঙালি মেয়ের পচাগলা নগ্ন দেহ উদ্ধার করে। ফ্ল্যাট থেকে ওই আবাসিক ভবনটি এক তথ্য প্রযুক্তি কর্মীর। জানা যাচ্ছে, ওড়িশার এক ব্যক্তিকে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন সঙ্গীতা। মৃতদেহ উদ্বার করার পাশাপাশি পুলিশ ওই ফ্ল্যাটে একাধিক মাদক সহ সিরিঞ্জ উদ্ধার করেছে। তবে পুলিশ এখনও ওই মৃতা তরুণীর কোনো খোঁজ পানিন। তবে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা তরুণী পশ্চিমবঙ্গের বাসিন্দা, তরুণীর বয়স ২৪-২৫ বছর হবে। এই তরুণী ফ্ল্যাটে এক বছর ৪০ এর ব্যক্তির সাথে থাকতেন। বাড়িওয়ালা তাদের বাবা মেয়ে বলেই জানতেন। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকেই পলাতক সেই বাবা।

পুলিশের প্রাথমিক ভাবে সন্দেহ প্রথমে তরুণীকে যৌন হেনস্তা করা হয়। তারপর তাকে খুন করা হয়। পুলিশ জানায় যতক্ষন না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসছে পরিষ্কার ভাবে কিছু জানা বা বলা যাচ্ছেনা । কারণ, মেয়েটির দেহ এতটাই পচে গিয়েছে যে, তরুণীকে কোনো কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে না অন্য কৌশলে মারা হয়েছে তা বোঝা যাচ্ছে না। সেহেতু তরুণীর মৃত্যু কি কারণে হয়েছে তা বোঝা যায়নি। কিন্তু তরুণীকে যে মাদক সেবন করানো হয়েছিল, তারপর তরুণীকে যৌন হেনস্থা করা হয় বলেই অনুমান করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তিনতলা বাড়িটি সঙ্গীতা গুপ্তা নামে এক তথ্য প্রযুক্তি কর্মীর, তিনি নীচের তলায় থাকেন। বাকি তলা দুটি তিনি ভাড়াতে দেন। গতবছরের ডিসেম্বরে, ওড়িশার এক ব্যক্তি, সাফান তাঁর কাছ থেকে তিনতলার ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। এরপর এই ব্যক্তি ১০ জানুয়ারি এসে বলেছিলেন, তিনি ও তাঁর স্ত্রী খুব তাড়াতাড়ি ওই ফ্ল্যাটে এসে উঠবেন। সেইমতো বাড়ির মালিক তাই জানতেন, কিন্তু ২৮ ফেব্রুয়ারি সঙ্গীতা দেখেন তাঁদের তিনতলার ফ্ল্যাটে এক তরুণী আর ওই ৪০ বছরের ব্যক্তিকে দেখতে পান। এটি দেখে মহিলা সাফানকে ফোন করেন, কিন্তু সাফান জানিয়েছিল, ওই দুজন সম্পর্কে বাবা ও মেয়ে। তিন দিন পর চলে যাবে। সেইমতো ফের ১০ মার্চ সঙ্গীতা তিন তলার ফ্ল্যাটে উঁকি মেরে দেখেন, দরজা খোলাই ছিল। সঙ্গীতা দেখেছিলেন, কম্বল চাপা দিয়ে তরুণী ঘুমাচ্ছেন। কিন্তু, পরের দিন সকাল থেকেই তিন তলা থেকে পচা দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল, তাই স্বামীকে নিয়ে তিনতলার ফ্ল্যাটে দেখতে গেছিলেন সংগীতা, কিন্তু ফিরে এসেছিলেন। কারণ সেখানে ঢুকে তরুণীকে ওই একইভাবে শুয়ে ঘুমোতে দেখেছিলেন। সন্দেহ হওয়ায় পর সঙ্গীতা আবার সেখানে যান গিয়ে কম্বল সরাতেই চক্ষু চরক গাছ। কম্বল সরাতেই পচাগলা দেহটি চোখে পড়লো। সারা দেহে পোকা কিলবিল করছিল। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

সঙ্গীতা যখন ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন একটি বড়ো ভুল করেছিলেন। কারণ ফ্লাট ভাড়া দেওয়ার সময় সাফানের কোনও পরিচয়পত্রের প্রমাণ চাননি, এমনকি তার প্রতিলিপিও সংগ্রহ করেননি। নম্বর ছাড়া তাঁর কাছে কোনো যথেষ্ট প্রমাণ নেই যার সূত্রে অপরাধীকে ধরা যাবে। সঙ্গীতা পুলিশকে, সাফানের ও তার এক সঙ্গীর ফোন নম্বর দিয়েছেন। কিন্তু, ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই দুটি ফোনই বন্ধ  । দুটি নম্বরের টাওয়ার রেকর্ড পরীক্ষা করে দেখছে পুলিশ। ফোন নম্বর মারফত সাফানের খোঁজ জারি রেখেছে পুলিশ। আর তরুণীর সাথে যেই ‘বাবা’ ছিল, সেই বাবা কোথায় বেপাত্তা হলো তারও খোঁজ করা হচ্ছে, তাকে ধরার জন্য এলাকার আশেপাশের সিসিটিভি ক্যামেরার রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে যে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই, অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে বলে আশা করছেন তাঁরা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved