মহানগর ডেস্ক: খুনের বদলা খুন! (Brutal Killings) এক খুনের বদলে ছজনকে পিটিয়ে খুন উত্তেজিত জনতার!ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওয়ারিয়া জেলায়। ওই জেলার একটি গ্রামে সম্পত্তি নিয়ে প্রভাবশালী ব্যক্তি প্রেম যাদবের সঙ্গে গ্রামের আরেক প্রভাবশালী ব্যক্তি সত্যপ্রকাশ দুবের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এদিন সকালে দুপক্ষের ঝামেলার মিটমাট করতে প্রেম যাদব দুবের বাড়ি গিয়েছিলেন। তিনি যখন দুবের সঙ্গে কথা বলছিলেন, সেসময় এক মহিলা ধারালো অস্ত্র নিয়ে তাঁকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রেম যাদবের।
তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই যাদবের সমর্থক বিশাল জনতা দুবের বাড়িতে জোর করে ঢোকে। তাঁকে এবং তাঁর পরিবারের চারজনকে সেখানেই খুন করে। পুলিশ জানিয়েছে চুয়ান্ন বছরের দুবে, তাঁর স্ত্রী কিরণ, দুই মেয়ে সালোনি ও নন্দিনী ও গান্ধীর জনতার হামলায় মৃত্যু হয়। নৃশংস ঘটনার পর থমথমে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে আক্রান্ত পরিবারগুলিকে সম্ভাব্য সমস্তরকম সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুলিশকে ঘটনার পুংখানুপুঙ্ক্ষ তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।