HomeCrimePolice Assaulted And Kicked Cancer Patient: গ্রেটার নয়ডায় ক্যানসার রোগীকে আটকে রেখে...

Police Assaulted And Kicked Cancer Patient: গ্রেটার নয়ডায় ক্যানসার রোগীকে আটকে রেখে মারধর,লাথি পুলিশের, এফআইআরের নির্দেশ

- Advertisement -

মহানগর ডেস্ক : ক্যানসার রোগী হলেও রেয়াত নেই আইন রক্ষকদের কাছে। এমনই অমানবিক ঘটনার সাক্ষী হতে হয়েছিল গ্রেটার নয়ডার বাসিন্দাদের (Greater Noida)। এক ব্লাড ক্যানসারে আক্রান্তকে হেনস্থা.মারধর ও আটকে রাখার অভিযোগে (Police Assaulted And Kicked Cancer Patient) চারজন পুলিশকর্মী ও চারজন বেসরকারি নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (৩) ধারায় এফআইআর করার নির্দেশ দেয় স্থানীয় আদালত। স্থানীয় আদালতের ম্যাজিস্ট্রেট এফআইআরের নির্দেশ দেন। গোটা ঘটনায় গৌতমবুদ্ধ নগরের পুলিশ কমিশনার লক্ষ্মী সিং গোটা বিষয় নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশে তদন্ত করা হয়। পুলিশ অবশ্য পাল্টা সাফাই গেয়ে জানিয়েছে মাস কয়েক আগে একুশ তারিখে রাত এগারোটা নাগাদ গৌর অতুল্লম সোসাইটির বাইরে অভিযোগকারী ওই ক্যানসার রোগী ও তাঁর বন্ধু অপ্রকৃতিস্থ অবস্থায় আপত্তিকর আচরণ করছিলেন। ওই ঘটনায় পদক্ষেপ নেয় তারা। 

 এদিকে পাল্টা ওই ক্যানসার রোগী শশাঙ্ক সিং জানান সেদিন রাত এগারোটা নাগাদ তিনি নিজের গাড়িতে সোসাইটির আবাসনের বাইরে তাঁর বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। সেসময় সিকিউরিটি ম্যানেজার কয়েকজন নিরাপত্তা রক্ষীকে নিয়ে হঠাৎ ছুটে আসে। তারপর গাড়ির কাচে নক করতে থাকে। এরপর তিনি গাড়ির দরজা খুলতে বাধ্য হন। তাঁর গাড়িটি রাস্তার ধারে দাঁড় করানো ছিল। তারা গাড়িটি সরাতে বলে। তিনি তাদের কথার প্রতিবাদ করে জানান যেখানে গাড়িটি দাঁড় করানো রয়েছে, সেটি নো পার্কিং জোন নয়। কথা বলতে বলতেই নিরাপত্তা রক্ষীরা জোর করে গাড়ির চাবি কেড়ে নেয়। তারা অভব্য ভাষায় কথা বলতে থাকে।


একটি বেসরকারি অফিসে কর্মরত শশাঙ্ক জানান তিনি ব্লাড ক্যানসারে ভুগছেন। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি চলার সময় নিরাপত্তা রক্ষীরা পুলিশ ডেকে আনে। তিনিও এমার্জেন্সি নম্বরে ফোন করলেও সেখান থেকে কোনও সাড়া পাননি। তাঁর অভিযোগ, পুলিশ এসে নিরাপত্তা কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে সব শুনে তাঁদের মারধর করে। যদিও তাঁরা পুলিশকে জানান কোনও ভুল করেননি। তবু তাঁদের পুলিশের জিপসি ভ্যানে বসিয়ে রাখা হয়। পরে সেখান থেকে পরপর দুটি থানায় নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে কাঠের ডান্ডা দিয়ে ভয় দেখানো হয় এবং মারধর করা হয় বলে ক্যানসার আক্রান্তের দাবি। এমনকী ঘুষি, লাথি মারা হয় বলেও অভিযোগ করেন শশাঙ্ক।

 

 

Most Popular