HomeCrimeছাত্রের মুখে প্রস্রাব করলেন কনস্টেবল! আরও ১২ জনের বিরুদ্ধে উঠল একই অভিযোগ

ছাত্রের মুখে প্রস্রাব করলেন কনস্টেবল! আরও ১২ জনের বিরুদ্ধে উঠল একই অভিযোগ

- Advertisement -

মহানগর ডেস্ক: এক ছাত্রের মুখে প্রস্রাব করার অভিযোগ উঠল পুলিশের হেড কনস্টেবলের বিরুদ্ধে! ওই কনস্টেবলের পাশাপাশি অভিযুক্ত আরও ১২ জন উত্তরপ্রদেশের কানপুরে! প্রশাসন নড়েচড়ে বসেছে এই ঘটনায়।সূত্রের খবরে জানা গিয়েছে, আয়ুষ দ্বিবেদী নাম নির্যাতিত ২৩ বছরের ওই যুবকের। তিনি এমসিএ পড়ুয়া।

তিনি ওই এলাকায় এসেছিলেন সম্ভবত কোনও মেয়ের সঙ্গে দেখা করতে। অভিযোগ, সেই সময়ই তাঁকে ভয় দেখিয়ে অভিযুক্তরা পাঁচ কিলোমিটার দুরে কুপারগঞ্জে নিয়ে যায়। আর তাঁকে নিগ্রহ করা হয় সেখানেই। তাঁর মুখে প্রস্রাব করে দেন তাঁরা। এমনকী বাধ্য করা হয় চটিতে ফেলা থুতু চাটতে। এখানেই শেষ নয়। ভয় দেখাতে বুলেটও ছোড়া হয় নির্যাতিতর কানের পাশে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছেন,ওই পড়ুয়ার বিরুদ্ধে গত অক্টোবরে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল।হেড কনস্টেবল ধর্মেন্দ্র যাদবই ছিলেন অভিযোগকারী।গ্রেপ্তার করেছে পুলিশ তাঁকে। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে।খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। এই ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা তাও দেখা হচ্ছে। পাশাপাশি,তদন্ত করে দেখা হচ্ছে এই নিগ্রহের পিছনে অন্য কোনো শত্রুতা আছে কিনা!

Most Popular