মহানগর ডেস্ক: কুখ্যাত দুষ্কৃতীরা সরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠান চলাকালীন ঢুকে পড়ল স্টুডিওতে। লাইভ সম্প্রচারে তাদের হাতে দেখা গেল বন্দুক, ডিনামাইট, গ্রেনেড। সূত্রের খবর,স্টুডিওতে গুলির শব্দও পাওয়া গিয়েছে।দক্ষিণ আমেরিকার ছোট দেশ ইকুয়েডরের ভয়ংকর এই পরিস্থিতি তৈরি হয়।সেখানে কুখ্যাত দুষ্কৃতী জেল ভেঙে পালায় রবিবার।এর পরেই দুষ্কৃতীরাজ শুরু হয়েছে দেশেজুড়ে।জানা গিয়েছে, দুষ্কৃতীদের তাণ্ডবে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
গুয়াইয়াক্যুইল শহরে মঙ্গলবার সরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার চলছিল। তখনই স্টুডিওতে ঢুকে চ্যানেল উড়িয়ে দেওয়ার, খুন করার হুমকি দেয় মুখোশ পরা একদল দুষ্কৃতী।ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে,প্রাণভিক্ষা চাইছেন অ্যাঙ্কর হাতজোড় করে। তাঁকে বারবার বলতে শোনা যায়, গুলি চালাবেন না দয়া করে। এরপর শোনা যায় গুলির শব্দও। তার পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চ্যানেলে।
কিছুদিন আগে জেল ভেঙে পালায় দেশটির কুখ্যাত মাদক কারবারী দুষ্কৃতী দলের মাথা।তারা সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করে। যেহেতু প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া মাদক ব্যবসায় লাগাম টানতে চেয়েছিলেন। এর পর ইকুয়েডর জুড়ে শুরু হয় তাণ্ডব। যাকে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষ’ আখ্যা দিয়েছেন নোবোয়া। যার ফলে আগামী ৬০ দিনের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন তিনি। এর পরেই শুরু হয় বিচ্ছিন্ন সংঘর্ষ।
এই পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটিতে।পাশাপাশি,দুষ্কৃতীরা একাধিক পুলিশকর্তাকে অপহরণ করেছে। তবে পুলিশ সূত্রে খবর, কেউ হতাহত হননি টিভি চ্যানেলে হামলার ঘটনায়।দাবি করা হয়েছে, পুলিশ ১৩ জন দুষ্কৃতীকেই গ্রেপ্তার করেছে।