Home Crime চলন্ত বাসে দলিত তরুণীকে গণধর্ষণ করল দুই চালক

চলন্ত বাসে দলিত তরুণীকে গণধর্ষণ করল দুই চালক

by Shreya Maji
27 views

 মহানগর ডেস্ক: দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা। রাজস্থানে দলিত মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় হামেশাই শোনা যায়। ফের তেমনি একটি ঘটনা ঘটেছে। শুক্রবার পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে জয়পুরে আসা একটি চলন্ত বাসে দুই চালকের বিরুদ্ধে এক ২০ বছর বয়সী এক দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে,  ঘটনাটি ঘটেছে ৯  এবং  ১০  ডিসেম্বরের মধ্যবর্তী রাতে।  প্রাইভেট বাসটি উত্তরপ্রদেশ থেকে জয়পুর যাচ্ছিল। নির্যাতিতা কানপুর থেকে জয়পুরে যাচ্ছিলেন। তিনি কেবিনে বসে ছিলেন বলেই পুলিশ জানিয়েছে। কেবিনের ভিতরে আরিফ ও ললিত নামে চিহ্নিত চালকরা তাকে ধর্ষণ করে বলে মহিলা অভিযোগ করেছে।  কানোটা থানার এসএইচও ভগবান সহায় মীনা জানান, আরিফকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

আরও এক অভিযুক্ত ললিত পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তাকে খোঁজা হচ্ছে। স্টেশন হাউস অফিসার (এসএইচও) জানান,  নির্যাতিতা কেবিনের ভেতরে থাকা অবস্থায় বাসের ভেতরে কয়েকজন যাত্রী ছিলেন, যা ভেতর থেকে বন্ধ ছিল। ঘটনাটি ঘটার পর মহিলা চিৎকার শুরু করে। তখনই বাস থামিয়ে যাত্রীরা আরিফকে ধরে ফেলে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

You may also like