HomeCrimeদলিত মহিলাকে ধর্ষণ করে খুন যোগীরাজ্যে, পলাতক অভিযুক্তরা 

দলিত মহিলাকে ধর্ষণ করে খুন যোগীরাজ্যে, পলাতক অভিযুক্তরা 

- Advertisement -

মহানগর ডেস্ক: ফের এক নির্মম নজিরের সাক্ষী হলো যোগীরাজ্য।এক দলিত মহিলাকে ধর্ষণ ও খুন করে দেহ কেটে টুকরো টুকরো করার মর্মান্তিক ঘটনা ঘটলো যোগীরাজ্যে।৪০ বছরের ওই মহিলা উত্তরপ্রদেশের বান্দা জেলায় থাকতেন।তিন অভিযুক্তের দিকে সন্দেহের তির।তবে সকলেই পলাতক।

জেনে নেওয়া যাক,ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রধান অভিযুক্ত রাজকুমার শুক্লার বাড়িতে গত মঙ্গলবার গিয়েছিলেন ওই দলিত মহিলা। সেখানে রাজকুমারের একটি আটা কল রয়েছে। সেটি পরিষ্কার করার দায়িত্ব ছিল তাঁর হাতে। পরে মহিলার ২০ বছরের কন্যা ঘটনাস্থলে পৌঁছলে শুনতে পান তাঁর মা চিৎকার করছেন। একটি ঘরের ভিতর থেকে ওই শব্দ আসছে। পরে দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে ওই তরুণী দেখতে তাঁর মায়ের দেহ তিন টুকরো করে কেটে সেখানে ফেলে রাখা হয়েছে।পুলিশে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে।

অভিযুক্ত রাজকুমার, তাঁর ভাই বাওয়া শুক্লা ও রামকৃষ্ণ শুক্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ধর্ষণ, খুন-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে তিন অভিযুক্তই পলাতক। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আক্রমণ করেছেন যোগী প্রশাসনকে। তাঁর দাবি, এই ধরনের ঘটনায় যেমন ক্রুদ্ধ তেমনই ভীত হয়ে পড়ছেন উত্তরপ্রদেশের মহিলারা।

Most Popular