মহানগর ডেস্ক: সদ্য আত্মীয় বিয়োগ হয়েছে। বাড়ির সামনে থেকে গণেশ মূর্তি বিসর্জনের সময় প্রচণ্ড জোরে মিউজিক বাজিয়ে যাচ্ছিল মিছিল (Family Attacked For Asking Stop Music)। পরিবারের লোকজনদের আত্মীয়ের মৃত্যুর কারণ জানিয়ে মাইক আস্তে চালানোর কথা বলেছিল। আর তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে উঠল বিসর্জনে যোগ দেওয়া লোকজনেরা। তবে বিসর্জন দেওয়ার মিছিল চলাকালীন কিছু বলেনি তারা। তারা বিসর্জন দিতে যায়।
ফিরে এসে জনা একুশজন চড়াও হয় ওই পরিবারের ওপর। লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় তারা। হামলায় গুরুতর জখম হয় ওই পরিবার ও তাদের গাড়ির চালক। তাদের কারোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত একুশজনের বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গা ও অন্যান্য অপরাধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।