Home Crime Father Killed In Capital: রাজধানীতে গোলমাল থেকে ছেলেকে বাঁচাতে আসা বাবাকে ইট দিয়ে থেঁতলে খুন

Father Killed In Capital: রাজধানীতে গোলমাল থেকে ছেলেকে বাঁচাতে আসা বাবাকে ইট দিয়ে থেঁতলে খুন

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: মর্মান্তিক! একদল ছেলের হাত থেকে ছেলেকে বাঁচাতে এসে ইটের ঘায়ে মৃত্যু হল বাবার (Father Killed In Capital)। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। পুলিশ জানিয়েছে দিল্লির ওখলা ফেস টু-য়ের সঞ্জয় কলোনিতে ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি কুলির কাজ করতেন। হামলায় তাঁর দুই নাবালক ছেলেও জখম হয়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। রাত এগারোটা নাগাদ হানিফের ১৪ বছরের ছেলে বাড়ির বাইরে রাস্তায় রাখা তার বাইকটি নিয়ে যেতে এসে দেখতে পায় চার-পাঁচজন ছেলে বাইকের ওপর বসে আছে। তারা তার রাস্তা আটকে থাকায় তাদের সরে যেতে বলেন হানিফের ছেলে।

এরপরই দু পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা পরে চরম আকার নেয়। হানিফ নামে ওই ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুনে বাইরে ছুটে এসে দেখতে যান কী ঘটছে। দেখেন তার ছেলের ওপর ওই অল্পবয়েসি ছেলেগুলো মারধর শুরু করেছে। ছেলেকে বাঁচাতে তিনি তাদের বাধা দেন। এরপরই হামলাকারী চার-পাঁচজন ছেলে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ইট দিয়ে তাঁকে মারতে শুরু করে। খবর পেয়ে সেখানে দ্রুত আসে পুলিশ এবং আহত হানিফকে এইমের ট্রমা সেন্টারে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। এই ঘটনাটি এমন একটি সময় ঘটেছে, যে সময় আঠেরোতম জি নেতাদের নিরাপত্তার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে রাজধানীকে দুর্গে রূপান্তরিত করা হয়েছে। পঞ্চাশ হাজার নিরাপত্তা কর্মী ও ডগ স্কোয়াড এবং মাউন্টেড পুলিশকে নজর রাখার জন্য মোতায়েন করা হয়েছে। দুদিনের এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক-সহ বহু বিশ্বনেতা অংশ নিচ্ছেন। এই দুর্ভেদ্য পাহারার মধ্যে এই ঘটনা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved