মহানগর ডেস্ক: গুড টাচ, ব্যাড টাচ (Good Touch, Bad Touch)। ভালো উদ্দেশ্যে শরীর স্পর্শ করা এবং খারাপ উদ্দেশ্যে বাচ্চা মেয়েদের শোষণ নিয়ে এক অনুষ্ঠানে সাত বছরের বালিকার অভিযোগে গ্রেফতার হল আঠাশ বছরের এক যুবক। ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেখানে বালিকাটি জানায় গত এক বছর ধরে এই ঘটনা ঘটিয়ে চলেছে তার প্রতিবেশি “কাকু”। স্টক এক্সচেঞ্জে কাজ করা যুবকটি গত এক বছর ধরে তাদের ফ্ল্যাটের পাশের পরিত্যক্ত একটি বাড়িতে ওই তাকে নিয়ে গিয়ে যৌন শোষণ করতো বলে সে জানায়।
বালিকার অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত যুবককে আটক করেছে তিলকনগর থানার পুলিশ। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের এক সমাজকর্মীর কাছে বালিকাটি স্কুলের একটি সেশনে তার শারীরিক হেনস্থার কথা জানায়। তারপরই থানায় অভিযোগ করেন ওই সমাজকর্মী। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ওই সেশনে মহিলা সমাজকর্মী বালিকার কথা শুনে তাঁকে এক পাশে নিয়ে আসেন। তাকে বোঝানোর সময় বালিকাটি জানায় একজন পড়শি তার শরীরের নানা জায়গায় স্পর্শ করতো।
ওই প্রতিবেশি কাকুর স্পর্শে সে রীতিমতো অস্বস্তিতে ভুগতো। বালিকার বাবা-মাকে ঘটনাটি জানানো হলেও তাঁরা পুলিশের কাছে যেতে গড়মসি করেন। জানান তাঁদের মেয়ে প্রতি বছরই ওই প্রতিবেশিকে রাখি পরিয়ে আসছে। অভিভাবকেরা পুলিশে অভিযোগ জানাতে না চাওয়ায় ওই সমাজসেবী নিজেই থানায় অভিযোগ করেন। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পড়শি কাকুর বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক অভিযাগ আনা হয়েছে। তদন্ত করে অভিযোগের পক্ষে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ।