মহানগর ডেস্ক: প্রথমে প্রতারণামূলক উপায়ে বৌদ্ধ ধর্মাবলম্বী সেজে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ। তারপর কোনওভাবে ইউরোপে পাড়ি। সেখানে পৌঁছে রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা (Illegal Bangladeshi) । অবৈধ বাংলাদেশি নাগরিকদের এমন নয়া ছক ফাঁস করল দি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। তারা জানিয়েছে এ ধরণের ঘটনা তাদের নজরে এসেছে, যেখানে ভারতে থাকা অবৈধ বাংলাদেশিরা বৌদ্ধ ধর্মাবলম্বী সেজে ভারতীয় পাসপোর্ট হাঁসিল করছে। পাসপোর্ট সংগ্রহ করা হচ্ছে প্রতারণামূলক উপায়ে। এরপরই সোজা পাড়ি দিচ্ছে ইউরোপে।
সেখানে পা দিয়ে তারা ভারতীয় পাসপোর্ট নষ্ট করে ফেলছে। ভারতীয় হিসেবে পরিচয়ও মুছে ফেলা হচ্ছে। বাংলাদেশি হিসেবে সেখানে নিজেদের পরিচয় দিচ্ছে তারা। ফেরোর ডিসিপি নিয়তি ঠাকের দাভে সংবাদসংস্থাকে জানান তাঁরা এরকম কয়েকটি ঘটনার কথা জানতে পেরেছেন। এ ব্যাপারে শহর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ধরণের ঘটনা নোডাল কর্তৃপক্ষকে জানানোও হয়েছে।
নাম প্রকাশে এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন এই ঘটনার মূলে রয়েছে বাংলাদেশের ইসলামিকরণ নীতি। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এই অবৈধভাবে পাসপোর্টধারীরা চাকমা উপজাতি সম্প্রদায়ের। বাংলাদেশি নাগরিকত্ব হিসেবে বাতিল হওয়ার পর তারা অবৈধভাবে ইউরোপ সফর করতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করছে। পাকিস্তানের মুজাহিদিনদের মতো তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করা হয়ে থাকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, কিছুদিন আগে মহারাষ্ট্র এটিএস পলাশ বিপান বরুয়া নামে এক বাংলাদেশিকে নাগপুর থেকে গ্রেফতার করে।
খোঁজ নিয়ে জানা যায় বিপান প্রথমে বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে পরিচয় দিয়ে সেখানে বাস করতে শুরু করে। পরে জিম প্রশিক্ষকের কাজের আড়ালে অবৈধভাবে এদেশে থাকা বাংলাদেশিদের প্রতারণামূলক উপায়ে পাসপোর্ট পাইয়ে দেওয়ার কাজ শুরু করে। তার এই মোডাস অপারেন্ডি এক দশকেরও বেশি চলে আসছিল। হায়দ্রাবাদে দুই অবৈধ বাংলাদেশিকে এটিএস গ্রেফতারের পর বিপানের অবৈধ কর্মকাণ্ড ফাঁস হয়।