মহানগর ডেস্ক: চাকরির নামে প্রতারণা নতুন নয়। এ দেশের পাশাপাশি বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা লোপাটের খবর প্রায়ই সংবাদ শিরোনাম দখল করে থাকে। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের খবর আমাদের সবারই কমবেশি জানা। অনলাইনে এমন প্রতারণার খবরও প্রায়ই দেখা যায়। সম্প্রতি হোয়াটস অ্যাপে (Fake Job Offer On Whats app) ভুয়ো চাকরির বিজ্ঞাপন দিয়ে টাকা আত্মসাতের খবরও পাওয়া যাচ্ছে। এবার লিঙ্কে়ডিনে (Linkedin Job Scam)ভুয়ো চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণারও খবর পাওয়া যাচ্ছে।
বিশেষ করে যাঁরা চাকরির জন্য হন্যে হয়ে মাথা খুঁড়ে মরছেন, তাঁদের নিশানা করে টোপ দেওয়া হচ্ছে লিঙ্কেডিনে বলে জানা গিয়েছে। নেটওয়ার্ক সিকিউরিটি সলিউশন প্রোভাইডার নর্ডলেয়ারের রিপোর্ট বলছে এ বছর বিশ্বজুড়ে ব্যবসার ৫৬ শতাংশের মধ্যে অন্তত একটি লিঙ্কেডিনে প্রতারণার শিকার হয়েছে। তার মধ্যে সবচেয়ে পরিচিত প্রতারণার ঘটনা চাকরির নামে প্রতারণা, যা মোট প্রতারণার ৪৮ শতাংশ বলে জানা গিয়েছে। লিঙ্কেডিনে প্রতারকরা চাকরি দেওয়ার নামে ব্যক্তিগত তথ্য বা টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে।
এই প্ল্যাটফর্মে প্রতি সেকেন্ডে ১১৭টি চাকরির আবেদন জমা পড়ে থাকে। আর তা প্রতারকদের সামনে সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে। লিঙ্কেডিনের প্রাথমিক কাজ হল কেরিয়ার তৈরি করা এবং সেই লক্ষ্যে ভুয়ো চাকরি দেওয়ার রাস্তাও খুলে যাচ্ছে। প্রতি সেকেন্ডে কমপক্ষে গড়ে একশো সতেরোটি আবেদন জমা পড়ায় প্রতারকরা বিশ্বাসযোগ্য চাকরির প্রস্তাব পোস্ট করে আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য করে বা চাকরির জন্য টাকা নিয়ে থাকে।
আরেকভাবে লিঙ্কেডিনের নামে প্রতারণা হয়ে থাকে। সেটা হল নামী পরিচিত সংস্থার হয়ে ভুয়ো প্রোফাইলের সাহায্যে অবাঞ্ছিত মেসেজ বা ইমেল পাঠানো। মেসেজ বা ইমেলে স্পর্শকাতর তথ্য চায়, যাকে হাতিয়ার করে তারা কাজ হাসিল করে থাকে। বাড়তি হিসেবে প্রতারকরা লিঙ্কেডিনের যোগাযোগকে কাজে লাগায়। সেখানে ঘনঘন যোগাযোগ করার আমন্ত্রণ জানিয়ে মেসেজ আসে। একে কাজে লাগিয়ে প্রতারকরা শুরুতে কথাবার্তা চালিয়ে সন্দেহজনক লিঙ্ক পাঠায়, যা ক্লিক করে তাদের ফাঁদে পা দিতে পারে শিকাররা। এই প্রতারণা সাধারণত দুভাবে হয়ে থাকে।
কোনও কোনও প্রতারক লিঙ্কেডিন ইউজার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে কাজ হাসিলের চেষ্টা করে থাকে। আবার অন্যরা সংস্থার নাম ভাঙিয়ে দুষ্কর্ম করে থাকে। তারা ভুয়ো পরিচয় বা বাস্তবে অস্তিত্ব থাকা সংস্থার কর্তা সেজে প্রতারণার ফাঁদ পাতে। তবে ছোটখাটো সংস্থাগুলি এদের প্রতারণার ছক থেকে অনেকটাই ছাড় পায়। লিঙ্কেডিনের নামে প্রতারণার বাড়ায় প্রয়োজন ইউজারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। অবাঞ্ছিত চাকরির অফার যাচাই না করে ব্যক্তিগত তথ্য না জানানোই বাঞ্ছনীয়। এ ধরণের সন্দেহজনক কোনও ঘটনা দেখলেই সে ব্যাপারে অভিযোগ জানাতে হবে সাইবার ক্রাইম বিভাগে।