মহানগর ডেস্ক: নির্মম! গাড়ি পার্ক করা নিয়ে গণ্ডগোলের জেরে এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাকে ছুরি মেরে খুন করল ছজন ( Man Killed For Car Parking Dispute)। ওই ছ ব্যক্তির সঙ্গে গাড়ি পার্ক করা নিয়ে ঝামেলা হয় নিহতের। তাকে বাড়িতে ঢুকে স্ত্রী ও ছেলের সামনে খুন করে তারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির সরিতা বিহারে। সেখানে শনিবার সন্ধেবেলায় তার বাড়িতে ঢুকে খুন করা হয়।
গুরুতর জখম ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে শনিবার রাত পোনে দশটা নাগাদ বাইকে চড়ে পাঁচ থেকে ছজন ব্যক্তি সরিতা বিহারের বাসিন্দার বাড়িতে জোর করে ঢোকে। তারপর তাকে ছুরি মেরে খুন করা হয়। নিহত ব্যক্তির নাম অরবিন্দ মণ্ডল বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে বিকেলে অরবিন্দ ছেলে আকাশকে নিয়ে বাড়িতে আসে। সেসময় মনোজ হালদার নামে এক ব্যক্তির সঙ্গে তার বচসা হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্তের সঙ্গে অরবিন্দের বাইক পার্ক করা নিয়ে এর আগে ঝামেলা হয়েছিল। তবে গতকাল সন্ধ্যেয় দুজনের মধ্যে ঝামেলা মিটমাট হয়ে যায়।
তারপর অরবিন্দ বাড়ি ফিরে আসে। রাত সাড়ে নটা নাগাদ ছজন ব্যক্তি তাকে এবং স্ত্রী রেখার ওপর হামলা চালায়। হামলায় অরবিন্দ গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খুনের ঘটনায় পুলিশ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত করে চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রাজু পাত্র, রবি ওরফে গোলু, শম্ভু। আর দুজন অভিযুক্ত ফেরার। ধৃতদের বাড়ি সরিতা বিহারের প্রিয়ঙ্কা ক্যাম্পে।