Home Crime  স্ত্রীকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, গ্রেফতার ৩  

 স্ত্রীকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, গ্রেফতার ৩  

by Shreya Maji
2 views

মহানগর ডেস্ক : মণিপুরের ছায়া এবার রাজস্থানে। নগ্ন করে মহিলাকে ঘোরানোর মত নৃশংস ঘটনা ঘটল এবার রাজস্থানের প্রতাপগড়ে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়াতেই গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। ছবিতে দেখা গিয়েছে, একজন আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে রাস্তাতে। এই ঘটনার চাঞ্চল্য ছড়াতেই পুলিশ তৎপর হয়ে ওঠে। অভিযোগ উঠেছে মহিলার স্বামীর বিরুদ্ধে

বৃহস্পতিবার নিচাকোটা গ্রামের পাহাদা গ্রাম পঞ্চায়েত এলাকার দারিয়াবাদ পুলিশ স্টেশন চত্বরের এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্র জানা গিয়েছে, এই ঘটনার জন্য এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলাটির ১ বছর আগে বিয়ে হয়েছিল। তবে গ্রামের অন্য কোন পুরুষের সঙ্গে তার সম্পর্ক ছিল অভিযোগ উঠেছে। তার জেরেই মহিলাটিকে অপহরন করে নিয়ে গিয়ে একটি গ্রামে রাখা হয়। সেই অঞ্চলে ১ কিলোমিটার অবধি তাকে নগ্ন করে ঘোরানো হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘ডিরেক্ট জেনারেল অফ পুলিশকে এই বিষয়ে জানানো হয়েছে, এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব এদের জেলে রাখার ব্যবস্থা করা হবে এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচারের পর সাজা দেওয়া হবে’।

ঘটনার নিন্দা করে চিতোরগড়ের বিজেপি সাংসদ সি পি যোশী জানান, ‘এই ঘটনা রাজস্থানের জন্য লজ্জার বিষয়। প্রশাসনের কাছে এই বিষয়ে কোন খবরই নেই। এর থেকে বোঝা যায় রাজস্থান কেন মহিলাদের ওপর হওয়া অত্যাচারের দিক থেকে ১ নম্বরে রয়েছে।

You may also like