HomeCrimeMiscreants Gang Raped Young Woman: প্রেমিকের সঙ্গে রাস্তায় বেরিয়ে গণধর্ষিতা তরুণী!

Miscreants Gang Raped Young Woman: প্রেমিকের সঙ্গে রাস্তায় বেরিয়ে গণধর্ষিতা তরুণী!

- Advertisement -

মহানগর ডেস্ক: প্রেমিকের সঙ্গে বেরিয়ে গণধর্ষণের শিকার হল বাইশ বছরের এক তরুণী (Miscreants Gang Raped Young Woman)। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে। সেখানকার মফস্সল থানার বারিজাল গ্রামে বিকেলে প্রেমিকের সঙ্গে বাইরে ঘোরাঘুরি করতে বেরিয়েছিলেন ওই তরুণী। সেসময়ই ঘটনাটি ঘটে।

গণধর্ষণের পর দুষ্কৃতীরা তরুণীর ব্যাগ ও মোবাইল ব্যাগ নিয়ে তাকে একটি জায়গায় ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থল থেকে কোনওরকমে পালিয়ে গিয়ে তার প্রেমিক পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার পর সেখানে পুলিশ আসে। তাকে ফার্স্ট এইডের ব্যবস্থা করে। তারপর তরুণীকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে কিটাগুট্টু গ্রাম থেকে শুক্রবার গ্রেফতার করে। পুলিশ তরুণীর ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করেছে। একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত করছে পুলিশ।

Most Popular