মহানগর ডেস্ক: নিজের উনচল্লিশ দিনের কন্যাসন্তানকে চোদ্দতলা ফ্ল্যাটের খোলা জানালা থেকে ফেলে দিল বিকলাঙ্গ মা (Mother Threw Child Girl From Window)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুলুন্দে। শুক্রবার এ খবর জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যেয় মুলুন্দ ওয়েস্টে একটি আবাসিক বহুতলে ঘটনাটি ঘটে। শিশুকন্যার মা কানে শুনতে পায় না। কথা বলারও ক্ষমতা নেই। শিশুকন্যাকে সে জানালা থেকে মাটিতে ফেলে দেয়। গুরুতর জখম শিশুকন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
বিকলাঙ্গ মায়ের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করেছে পুলিশ। তবে ঘটনার কারণ কি তা জানা যায়নি। কারণ জানার চেষ্টা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাকে এখনও গ্রেফতার করা হয়নি। ২০২২ সালে ওই মহিলার সাত মাসের সন্তানকে খাওয়ানোর সময় দমবন্ধ হয়ে মারা যায়। সেই মৃত্যুরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বিকলাঙ্গ মায়ের কোনও মানসিক সমস্যা আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ওই বহুতল আবাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।