HomeCrimeঅযোধ্যায় মন্দিরে নাগা সাধুকে শ্বাসরোধ করে খুন, নিখোঁজ অভিযুক্ত

অযোধ্যায় মন্দিরে নাগা সাধুকে শ্বাসরোধ করে খুন, নিখোঁজ অভিযুক্ত

- Advertisement -

মহানগর ডেস্ক:  বৃহস্পতিবার উত্তর প্রদেশের অযোধ্যার হনুমানগড়ি মন্দির কমপ্লেক্সে  এক ৪৪ বছর বয়সী নাগা সাধুকে শ্বাসরোধ করে  খুন করা হয়ছে। এমনটাই অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে,

মৃত নাগা সাধুকে রাম সাহারে দাস নামে চিহ্নিত করা হয়েছে। পুলিশ  জানিয়েছে সাহারে দাসের শিষ্য দুর্বল দাস বুধবার সন্ধ্যায় আশ্রমের নিজের ঘরে তাঁর প্রাণহীন দেহটি আবিষ্কার করেন।  সাধুর গলায় একটি গভীর দাগ দেখা গিয়েছে, পুলিশ জানিয়েছে। পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের তদন্ত শুরু করে। তারা ঋষভ শুক্লার ছেলে উমেশ শুক্লাকে খুঁজছেন, যিনি একই কমপ্লেক্সে থাকেন এবং সন্দেহভাজন হিসাবে  চিহ্নিত করা হয়। শ্রী শুক্লা বর্তমানে পলাতক।

মন্দির চত্বরে লাগানো সিসিটিভি ক্যামেরাও বন্ধ পাওয়া গেছে। এক মাসের মধ্যে হনুমানগড়িতে এটি দ্বিতীয় ঘটনা। কিছুদিন আগে একই এলাকায় আত্মহত্যা করে এক নাগা সাধু। হত্যাকাণ্ডের কারণ এখনো জানতে পারেনি পুলিশ। তবে ব্যক্তিগত শত্রুতা ও ডাকাতিসহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছেন তারা।

 

Most Popular