মহানগর ডেস্ক: ছেলেদের অনলাইন গেমে (Online Games) আসক্তির সুযোগ নিয়ে ধর্মান্তর করার চক্র ফাঁস করল পুলিশ (Maharashtra Police Burst Online Game Conversion Racket)। এই ঘটনায় মুম্বই শহরতলি থেকে তেইশ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের ট্রানজিট রিমান্ড অনুমোদন দেয় আদালত।
মুম্বার বাসিন্দা ধৃত তেইশ বছরের যুবক শাহনাওয়াজ মসুদ খানকে গাজিয়াবাদ আদালতে তিন দিনের মধ্যে পেশ করা হয়। তাকে আলিবাগ থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অনলাইন গেমের মাধ্যমে ইসলাম ধর্মে ধর্মান্তর করার অভিযাগ আনা হয়েছে। তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত বাড্ডু ডিজিটাল নাম ব্যবহার করে অনলাইন গেম খেলা হতো। যেসব শিশু অনলাইন গেম খেলতো, তাদেরই নিশানা করতো। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশ একটি ধর্মান্তরণের চক্র ফাঁস করার পর শাহনাওয়াজকে গ্রেফতার করে।
ওই চক্রটি অনলাইন গেমের মাধ্যমে অল্পবয়েসিদের নিশানা করতো। উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতারের পর তাকে জেরা করে অভিযুক্তের নাম জানা যায়। অনলাইন গেমের মাধ্যমে ধর্মান্তরের ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এ ধরণের খেলা নিষিদ্ধ করতে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। পুলিশ জানিয়েছে শাহনাওয়াজ ও গাজিয়াবাদের একটি মসজিদের মৌলবীর বিরুদ্ধে উত্তরপ্রদেশ প্রহিবিশন অব আনলফুল কনভার্সন অব রিলিজিয়াস অ্যাক্টের অধীনে অভিযোগ আনা হয়েছে।
গতমাসে এক ব্যক্তি শাহনাওয়াজ ও মৌলবীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায় তারা তার ছেলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছে। অভিযোগপত্রে ওই ব্যক্তি জানায় অনলাইন গেমের মাধ্যমে শাহনাওয়াজের সঙ্গে তার ছেলের যোগাযোগ হয়। শাহনাওয়াজ ঘনঘন তার ছেলের সঙ্গে কথা বলতো। তাকে ইসলাম ধর্ম নেওয়ার জন্য চাপ দিতো। শেষপর্যন্ত সে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। কেন্দ্রীয়মন্ত্রী চন্দ্রশেখর জানিয়েছেন ইন্টারনেটে নিয়ন্ত্রণ আনতে এবং সাইবার ক্রাইম রুখতে একটি নতুন আইন আনা হবে। এ মাসেই ডিজিটাল ইন্ডিয়া বিল সংসদে পেশ করা হবে।