Home Crime যুদ্ধবিরতি চুক্তি তোয়াক্কা না করে গুলি পাকসেনার, পাল্টা জবাব বিএসএফ জওয়ানদের

যুদ্ধবিরতি চুক্তি তোয়াক্কা না করে গুলি পাকসেনার, পাল্টা জবাব বিএসএফ জওয়ানদের

by Mahanagar Desk
17 views
Jammu Kashmir, BSF

মহানগর ডেস্ক;  ফের অশান্ত ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত। যুদ্ধবিরতি অমান্য করেই গুলি চালানোর অভিযোগ উঠছে পাকিস্তানি সেনা্র বীরুদ্ধে । ভারতীয় সেনা সূত্রে খবর ,গতকাল অর্থাৎ বুধবার জম্মু-কাশ্মীরের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমানায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি সীমান্ত রক্ষীর দল। এররেই পাল্টা জবাব দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ । প্রায় ২০ মিনিট ধরে চলে দুই দেশের মধ্যে গোলাগুলি।
বিএসএফ সূত্রে জানানো যায়, বুধবার জম্মু তহশিলের মাকওয়াল পোস্টের কাছে বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। রোজকার মতোই সীমান্ত পাহাড়া দিচ্ছিলেন তাঁরা। আচমকাই তাদের লক্ষ্য করে চলতে থাকে গুলিবর্ষন। সীমান্তের ওপার থেকে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা।
ঘটনার পরে চুপ থাকেনি ভারতীয় সীমান্তরক্ষীরাও । পাকিস্তানের যুদ্ধবিরতি অমান্য করে গুলি চালানোর পাল্টা আঘাত দেওয়া হয় ভারতের পক্ষ থেকেও। প্রায় ২০ মিনিট ধরে চলে এই গুলিযুদ্ধ। চলে। ভারতীয় সেনা রক্ষীর মধ্যে কেউ এই যুদ্ধে আহত হয়নি বলেই জানা যায়। দুই দেশের এই গুলিযুদ্ধের পরেই সতর্কতা বাড়ানো হয়েছে সীমান্তে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী । বিশেষ সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোকে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ৮-৯ নভেম্বরের রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় রামগড় সেক্টরেও অতর্কিত গুলি চালানোর অভিযোগ ওঠে পাকিস্তানি সেনাদের বীরুদ্ধে। সেবার গুলির আঘাতে মৃত্যু হয় এক সীমান্ত রক্ষীর।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও একাধিক বার সেই চুক্তি লঙ্ঘন করতে দেখা যায় পাকিস্তানকে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved