Home Crime স্বামীর সঙ্গে অশান্তি, সোশ্যাল মিডিয়ায় মেয়ের নগ্ন ছবি পোস্ট করল মা

স্বামীর সঙ্গে অশান্তি, সোশ্যাল মিডিয়ায় মেয়ের নগ্ন ছবি পোস্ট করল মা

by Shreya Maji
3 views

মহানগর ডেস্ক : স্বামীর সঙ্গে ঝগড়া স্ত্রীর। আর সেই রাগের মাশুল গুনতে হল সৎ মেয়েকে। স্বামীর সঙ্গে ঝামেলা করে নিজের সৎ মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অশ্লীল পোস্ট করার অভিযোগ ওঠে এক ২০ বছর বয়সী মহিলার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, ১১ বছরের সৎ মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নগ্ন ছবি পোস্ট করে সেই মহিলা। আর এই অভিযোগের ভিত্তিতে সেই মহিলার বিরুদ্ধে পকসো আইনের আওতায় মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কেরলের ইডুক্কি জেলার থোরুপুজ্জা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই মহিলার একটি ৬ মাসের পুত্র রয়েছে। আর সেই পুত্রকে দেখা শোনার দায়িত্ব নিয়ে বচসা হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এরপরই তার ১১ বছরের সৎ মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অশ্লীল পোস্ট করার অভিযোগ ওঠে এই মহিলার বিরুদ্ধে। আর এই পোস্টটি প্রথম নজরে আসে ওই নাবালিকার ঠাকুমার। তারপর থোরুপুজ্জা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধি, পকসো আইন এবং তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে ওই মহিলার বিরুদ্ধে।

এখনও পর্যন্ত এই মহিলাকে পুলিশ  গ্রেফতার করতে পারেনি কারণ ওই মহিলার একটি ছয় মাসের  সন্তান রয়েছে। তবে খুব তাড়াতাড়ি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানিয়েছে পুলিশ আধিকারিকরা। এ বিষয়ে আদালতের পরামর্শ নেওয়া হবে বলে জানা গিয়েছে। ওই মহিলার ব্যবহৃত মোবাইল ফোনটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।সেই ফোনটিকে ফরেন্সিক ল্যাবে পরীক্ষা- নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

You may also like