মহানগর ডেস্ক: বিদ্যুতের বিল নিয়ে প্রতারণার শিকার হন (Power Bill Phishing Fraud) এক চৌষট্টি বছরের চিকিৎসক। প্রথমে তাঁকে কুড়ি টাকা পাঠাতে বলে প্রতারকরা। তারপর তাঁর ফোনে নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। ফোনের বিশদ বিবরণ নেওয়ার পরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আট লক্ষ টাকা আটচল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। পুলিশ জানিয়েছে মুম্বইয়ের কান্ডিভেলি ইস্টের মহাবীর নগরের বাসিন্দা ওই চিকিৎসক আগস্টের তিরিশ তারিখে অচেনা নম্বর থেকে একটি মেসেজ পান। মেসেজে জানানো হয় তাঁর ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তিনি যেন মেসেজে পাঠানো মোবাইল নম্বরে যোগাযোগ করেন।
এরপর ওই মোবাইল নম্বরে ফোন করলে সেটি বিজি শোনায়। কিছুক্ষণ পর আরেকটি নম্বর থেকে এক ব্যক্তির ফোন পান চিকিৎসক। ওই ব্যক্তি জানায় সে বান্দ্রা কুরলা কমপ্লেক্স থেকে ফোন করছে। তাঁকে বলা হয় তাঁর বাড়ির বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। বিল আপডেট করতে কুড়ি টাকা পাঠাতে হবে। এরপর প্রতারক তাঁকে একটি রিমোট অ্যাকসেস অ্যাপ ডাউনলোড করতে বলে। তার মাধ্যমে নিজের মোবাইলে তিনি প্রতারকের মোবাইলের সঙ্গে যোগাযোগ করেন।
প্রতারক তাঁকে ওই ফোনে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড দিতে বলে। এরপরই চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকবার মোট আট লক্ষ আট চল্লিশ টাকা তুলে নেওয়া হয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে চিকিৎসক বিষয়টি পুলিশকে জানান এবং থানায় অভিযোগ দায়ের করেন। প্রতারকদের ব্যবহার করা মোবাইল নম্বরও পুলিশকে জানান প্রতারিত চিকিৎসক। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে ৪২০ ধারায় মামলা দায়ের করেছে। পাশাপাশি আরও নানা ধারায় মামলা করা হয়েছে।