মহানগর ডেস্ক: প্রেমিকের সাথে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও ক্যামেরা বন্দি করে ‘ব্ল্যাকমেল’ করার অভিযোগে গ্রেফতার এক স্কুল শিক্ষিকা সঙ্গে গ্রেফতার স্কুল শিক্ষিকার প্রেমিকও। সূত্রের খবর, এই ব্যক্তি কলকাতা মেট্রোয় কর্মরত। বাজেয়াপ্ত করা হয়েছে তার ফোন।
পুলিশ সূত্রে খবর, ধৃত শিক্ষিকা নির্যাতিতা যেই স্কুলে পরতেন ওই একই স্কুলেই পড়াতেন । এই শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই মেট্রোরেল কর্মীর। জানা গিয়েছে, শিক্ষিকার মাধ্যমেই নির্যাতিতার সঙ্গে ওই মেট্রোরেল কর্মীর পরিচয়পর্ব ঘটেছিল। তিন জন একসঙ্গে মাঝেমধ্যেই প্রচুর জায়গায় এদিক ওদিক ঘুরতে যেতেন, খাওয়া দাওয়া করতেন। পুলিশ সূত্রে দাবি, প্রেমিকার সহযোগেই নির্যাতিতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন মেট্রোরেলে কর্মরত ওই যুবক। নির্যাতিতাও জরিয়ে পরেন সম্পর্কে। ঘটনার দিন, তাঁর বাড়িতেই খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। শিক্ষিকা ও মেট্রোরেল কর্মী ওই যুবক দু’জনেই উপস্থিত ছিলেন। ওই দিন রাতে নির্যাতিতার বাড়িতে রাতে থেকে যাওয়ার পরিকল্পনা করেন এরা দু’জন ৷
এরপর নির্যাতিতার সঙ্গে যুবক শারীরিক ভাবে ঘনিষ্ঠ হলে তাঁর প্রেমিকা সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করে রাখেন বলে অভিযোগ। এতেই সে থামেনি, সেই ভিডিও দেখিয়ে শিক্ষিকা এবং মেট্রো রেল কর্মী নির্যাতিতার থেকে ২০ লক্ষ টাকা নেন। এছাড়া সোনার গয়নাও নেন তাঁরা, রয়েছে । ২০ লক্ষ টাকা দেওয়ার পরেও পুনরায় ‘ব্ল্যাকমেল’ করায় শেষমেশ নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতা ৷ ঘটনার তদন্তে নেমে দুজনকেই গ্রেফতার করে পুলিশ।