Home Crime জল নিয়ে চলছে রাজনীতি! বিজেপি করার অপরাধে মিলছে না পানীয় জল!

জল নিয়ে চলছে রাজনীতি! বিজেপি করার অপরাধে মিলছে না পানীয় জল!

by Mahanagar Desk
27 views

মহানগর ডেস্ক: বিজেপি করার অপরাধে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত বেশ কয়েকটি পরিবার। তৃণমূল শাসিত পঞ্চায়েতের বিরুদ্ধে,জল নিয়েও রাজনীতির অভিযোগ।হাওড়া শ্যামপুর এক নম্বর ব্লকের কমলপুর গ্রাম পঞ্চায়েতের দেউলি সাঁতরা পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।এলাকার বিজেপির সমর্থক বেশকিছু পরিবার দাবি জানিয়েছেন, ‘তাঁদের বাড়িতে জলের লাইন দেওয়া হয়নি বিজেপি সমর্থক হ‌ওয়ার কারণে।’

এখনও পিএইচই জলের সংযোগের কাজ শুরু হয়নি এই এলাকায়। সেই কারণে বছর খানেক আগে কমলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাবমার্সিবেল পাম্প বসিয়ে জল পরিষেবা শুরু হয়েছে। শুধুমাত্র বাড়ি বাড়ি জল সরবরাহ করা হয় বিদ্যুতের খরচ নিয়ে। কিন্তু বাড়ির পাশ দিয়ে জলের পাইপ গেলেও জলের সংযোগ থেকে বেশকিছু পরিবার বঞ্চিত।

তাঁদের সবার তরফে অভিযোগ, জল পরিষেবা থেকে বঞ্চিত বেশকিছু পরিবার শুধুমাত্র বিজেপির সমর্থক হ‌ওয়ার কারণে। ওই পরিবারগুলিকে জল পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার কারণে দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হয়। এমনকী বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের কাছে জলের সংযোগের জন্য দরবার করলেও হয়নি কোনও সুরাহা। তাঁদের দাবি,শুধুমাত্র বিরোধী দলকে সমর্থন করায়,তারা এই পরিষেবা থেকে বঞ্চিত।

এই প্রসঙ্গে শ্যামপুর চার নম্বর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি তুষারকান্তি মাল বলেন, ‘শুধুমাত্র বিজেপি সমর্থক হওয়ার কারণে বেশকিছু পরিবার পানীয় জল থেকে বঞ্চিত। বিডিও সহ প্রধান উপপ্রধান সবাইকে জানানোর পরেও এর কোনও সুরাহা হয়নি।’পাশাপাশি, এই বিষয়ে শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না জানান, ‘বিষয়টি তাঁর জানা নেই। জল নিয়ে রাজনীতি কখনওই কাম্য নয়। যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে তিনি দ্রুত এর সমাধানের আশ্বাস দিয়েছেন।’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved