চণ্ডীগড়: গত দু’দিন ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাঞ্জাব। বৃহস্পতিবার মাদক মামলায় গ্রেফতার হয়েছেন কংগ্রেস নেতা। তার পরেই এবার ঘটে গিয়েছে আরও চাঞ্চল্যকোর ঘটনা। পাঞ্জাবের শিরোমণি আকালি দল (Shiromani Akali Dal) নেতা সুরজিৎ সিংকে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই অজ্ঞাতপরিচয়ের হামলাকারী গুলি করে খুন করেছে বলে পুলিশ জানিয়েছে।
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ তালবিন্দর সিং বলেছেন যে ঘটনাটি ঘটে যখন মৃত নেতা কাছাকাছি একটি মুদি দোকানের বাইরে বসে ছিলেন। তিনি জানিয়েছেন, “সন্ধ্যা ৭ টার দিকে, সুরজিৎ সিং তার এলাকার একটি মুদি দোকানের বাইরে বসে ছিলেন। দুই ব্যক্তি একটি বাইকে করে এসে সুরজিত সিংয়ের দিকে চার রাউন্ড গুলি করে। তাঁকে একটি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।”
শিরোমণি আকালি দলের(Shiromani Akali Dal ) নেতা সুরজিত সিং মেগোয়াল গঞ্জিয়ান গ্রামের প্রাক্তন সরপঞ্চ ছিলেন এবং বর্তমানে তাঁর স্ত্রী একই পদে রয়েছেন। পুলিশ জানিয়েছে খুনের কারণ অজানা এবং অজ্ঞাত পরিচয়ের হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে। পারিবারির শত্রুতা নাকি রাজনৈতিক কোনও কারণে খুন তা তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। হঠাত করে এই গুলি চালানোর পরেই ওই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।