Home Crime মালদার গাজলে শ্যুটআউট, চাঞ্চল্য এলাকাজুড়ে

মালদার গাজলে শ্যুটআউট, চাঞ্চল্য এলাকাজুড়ে

by Mahanagar Desk
28 views

মহানগর ডেস্ক:  রাজ্যে ফের এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এল। মালদার গাজলে শুটআউট। ২ কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় এক কর্মচারী। আহত আরও এক।

পুলিশ সুত্রে জানা গিয়েছে  , গতকাল রাতের দিকে লক্ষাধিক টাকা নিয়ে ফিরছিলেন দুই কর্মচারী গাজলের একটি মদের দোকান থেকে। ঠিক সেই মুহুর্তে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর তাঁদের পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ। টাকার ব্যাগ দিতে না চাওয়ায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময় বারুই এটাই জান গেছে। আহত হয়েছেন প্রসেনজিৎ মোদি নামে তাঁর সাথে থাকা এক যুবক।

আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনএ রয়েছে। ৩ টি মোটর বাইক করে ৬ জন দুষ্কৃতী ৮১ নম্বর জাতীয় সড়কে স্কুটিতে করে আসা ২ যুবকের পথ আটকায়। এরপরই চলে মারধর। টাকার ব্যাগ দিতে না চাইলে চালানো হয় গুলি। যদিও ছিনতাই করতে সময় পায় নি দুষ্কৃতীরা। ঘটনার দ্রুত তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশপক্ষ।

You may also like