HomeCrimeStudent Killed By strangled: তিরিশ টাকার জন্য কলেজ ছাত্রকে গলা টিপে খুন

Student Killed By strangled: তিরিশ টাকার জন্য কলেজ ছাত্রকে গলা টিপে খুন

- Advertisement -

মহানগর ডেস্ক: সামান্য তিরিশ টাকা নিয়ে ঝামেলা। এ নিয়ে গ্রামে তিন জনের সঙ্গে বচসার জেরে একাদশ শ্রেণির এক ছাত্রকে গলা টিপে খুন করা হল (Student Killed By strangled)। শুক্রবার রাতে বারাউট থানা এলাকায় খুনের ঘটনাটি ঘটে। মৃতের নাম হৃতিক। সে গ্রামের কেএইচআর ইন্টারকলেজের ছাত্র ছিল। বারাউটের স্টেশন হাউস অফিসার জানিয়েছেন প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তিরিশ টাকার জন্য ঝামেলার জেরে ওই কিশোরকে গলা টিপে খুন করা হয়েছে।

হৃতিকের পরিবার তাদের অভিযোগে জানিয়েছে তিরিশ টাকা নিয়ে হৃতিকের সঙ্গে গ্রামের তিনজনের সঙ্গে অনেকদিন ধরে ঝামেলা চলছিল। শুক্রবার রাতে ঝামেলা চরমে পৌঁছলে হৃতিককে গলা টিপে খুন করা হয়। স্টেশন অফিসার জানিয়েছেন তিন অভিযুক্ত হৃতিককে আগে থেকেই চিনতো। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।   

Most Popular