Home Crime বন্ধুর প্ররোচনায় আত্মহত্যা! কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে শোরগোল 

বন্ধুর প্ররোচনায় আত্মহত্যা! কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে শোরগোল 

by Mahanagar Desk
6 views

মহানগর ডেস্ক: ফের এক রহস্যমৃত্যু। ঘটনাটি ঘটেছে নৈহাটিতে। ঘর থেকে উদ্ধার হয়েছে এক কিশোরের দেহ। পরিবারের দাবি,ফেসবুকের বন্ধুর প্ররোচনায় চরম সিদ্ধান্ত নিয়েছে ওই কিশোর। নৈহাটির গরিফার কুমোরপাড়া এলাকায় শোরগোল পরে গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। জানা গিয়েছে, মৃতের নাম কৌশিক দে। কিশোরের বয়স ১৮।

তিনি প্রথম বর্ষের ছাত্র ছিলেন কল্যাণী মহাবিদ্যালয়ের। বুধবার রাতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে।এরপরই তাঁর পরিবারের সদস্যরা বিস্ফোরক দাবি করেছেন।বছর খানেক আগে নৈহাটির গরুরফাঁড়ি এলাকার বাসিন্দা ভিকি চৌধুরীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় মৃত কৌশিকের।বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে তাঁদের মধ্যে,পরিবার সূত্রে জানা গিয়েছে এমনটাই।

মৃতের মায়ের কথা অনুযায়ী ৭০ হাজার টাকা তাঁর ছেলে বিকিকে দুদফায় দিয়েছিল।দু’জনে দিঘায় সম্প্রতি বেড়াতেও গিয়েছিল। পরিবারের দাবি, মৃত্যুর আগে ভিডিও কলে ভিকির কথা হয়েছিল কৌশিকের সঙ্গে। এরপর উভয়ের মধ্যে ঝামেলা হয় কোনও বিষয় নিয়ে। তারপরই ঘটে এই ঘটনা। যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে ভিকির পালটা দাবি,দিঘা থেকে তারা দুজনে ঘুরে আসার পর কৌশিকের মা ওকে আলাদা করে দিয়েছিল। এরপর থেকে নিজে রান্না করে খেত সে। পুলিশ সূত্রে খবর, কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি এদিন সন্ধ্যা পর্যন্ত। তদন্ত শুরু হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু ।করার পর।

You may also like