Home Crime ঘৃণ্য, গ্রামের মধ্যে দলিত কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

ঘৃণ্য, গ্রামের মধ্যে দলিত কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

by Shreya Maji
42 views

মহানগর ডেস্ক:  দেশজুড়ে দিনে দিনে বেরেই চলেছে ধর্ষণের মত ঘটনা। বিশেষ করে যোগী রাজ্যের নাম রয়েছে প্রথম সারিতে। ফের ঘটেছে তেমননি ঘটনা।  বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের ফতেহপুরে ১৫ বছরের এক দলিত নাবালিকাকে  গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুই অভিযুক্ত দয়াশঙ্কর এবং শামিকে  গ্রেফতার করা হয়েছে বলেই পুলিশ জানিয়েছে। নাবালিকা কয়েকদিন আগে কানপুরের এক গ্রামে বোনের বাড়িতে গিয়েছিল। চাঁদপুরের স্টেশন হাউস অফিসার (এসএইচও) অনিরুধ দুবে বলেন, দয়াশঙ্কর ও শামি মঙ্গলবার গ্রামে গিয়েছিলেন এবং বুধবার মেয়েটিকে নিয়ে চলে যান।  যাওয়ার পথে, অভিযুক্তরা ফতেপুর জেহানাবাদ এলাকায় আইটিআই কলেজের কাছে তাদের মোটরসাইকেল থামায় এবংমেয়েটিকে একটি মাঠে টেনে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। পরে তারা তাকে বাড়িতে ফেলে দেয় বলেই জানিয়েছে।

মেয়েটির বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে, বৃহস্পতিবার এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।

You may also like