HomeCrimeপঞ্চম বার বিয়ের পিঁড়িতে স্ত্রী,  শোকে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী যুবক 

পঞ্চম বার বিয়ের পিঁড়িতে স্ত্রী,  শোকে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী যুবক 

- Advertisement -

মহানগর ডেস্ক:  বিবাহিত হওয়া সত্ত্বেও পঞ্চম বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্ত্রী। ৩৫ বছরের যুবক সেই শোকে নিজের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল এক যুবক । নিজের একটি ভিডিয়ো করে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি আত্মহত্যা করার আগে। ইনদওরের জুনি এলাকায় ঘটে এই ঘটনাটি।মৃত যুবকের নাম সুনীল লোহানি।

পিটিআই সূত্রে জানা গিয়েছে,এক মহিলার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সুনীল ২০১৮ সালে। সুনীল ছিলেন মহিলার চতুর্থ স্বামী। কিন্তু তাঁদের মধ্যে অশান্তি শুরু হয় গত এক বছর ধরে। পুলিশ সূত্রে খবর, বাবা-মায়ের সঙ্গে থাকছিলেন সুনীলের স্ত্রী গত বছর থেকেই। যৌতুক নেওয়ার অপরাধে সুনীলের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগও দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুনীল গত সপ্তাহে জানতে পারেন যে তাঁর স্ত্রী বিয়ে করতে চলেছেন পঞ্চম বার। স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হয় তাঁর সেই খবর পেয়ে। বাড়ি ফিরে সেই অশান্তির জেরে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন সুনীল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে সুনীলের বাড়ি থেকে। সেই চিঠিতে লেখা রয়েছে যে, পঞ্চম বার বিয়ে করতে চলেছেন তাঁর স্ত্রী, সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন।তবে আত্মহত্যার নেপথ্যকারণ আদতে কী তা জানতে পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে।

Most Popular