মহানগর ডেস্ক: তিন ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে বিবস্ত্র করে গণপিটুনি দেওয়া হল। রাজধানী দিল্লির নারেলা এলাকায় ঘটেছে ঘটনাটি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ফুটেজ ছড়িয়ে পড়েছে।
ঠিক কি ঘটেছে? পুলিশ সূত্রে খবর, পিসিআরে শনিবার বেলা ১২টা নাগাদ ফোন আসার পরেই তারা তৎপর হন। কিন্তু তিন যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই। সূত্রের খবরে জানা গিয়েছে, মোবাইল চুরি করেছেন, এই সন্দেহে গণপিটুনি দেওয়া হয় প্রথমে তিন যুবককে। তার পর তাঁদের প্রকাশ্যে হাঁটানো হয় হাত বেঁধে বিবস্ত্র করে। মারধরও চলে সেই সঙ্গে।এরপর কেউ ফোন করে ঘটনাস্থল থেকেই ঘটনার খবর দেন পুলিশকে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় গঙ্গাসাগরগামী তিন জন সাধুকে চলতি সপ্তাহেই গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা সাধুদের ছেলেধরা ভেবেছিলেন ভাষা সমস্যার কারণে। তার জেরেই গণপিটুনি। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বার আবারও গণপিটুনির ঘটনা সেই ঘটনার রেশ কাটার আগেই।