HomeCrimeTwo Classmates Killed Boy: স্কুলে সিগারেট খেতে দেখে ফেলায় সহপাঠীকে পিটিয়ে খুন...

Two Classmates Killed Boy: স্কুলে সিগারেট খেতে দেখে ফেলায় সহপাঠীকে পিটিয়ে খুন দুই পড়ুয়ার!

- Advertisement -

মহানগর ডেস্ক : বারো বছরের স্কুল পড়ুয়ার অপরাধ সে তার স্কুলের দুজন পড়ুয়াকে স্কুলে সিগারেট খেতে দেখেছিল ( Two Classmates Killed Boy)। আর সেই অপরাধে তাকে ভোঁতা লোহার ডান্ডা দিয়ে পিটিয়ে মারা হল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানীর বদরপুরের একটি এমসিডি স্কুলে। স্কুলের পাশে একটি নালায় তার দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police Arrested Two Juvenile)।

রাত আটটা কুড়ি নাগাদ পুলিশকে একজন ফোন করে জানান একটি স্কুলছাত্রের দেহ নালায় ভাসছে। খবর পেয়ে সঙ্গেসঙ্গে পুলিশ সেখানে গিয়ে পৌঁছয়। মৃত ছাত্রটি এমসিডি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র বলে পুলিশ জানতে পারে। তাঁকে ভোঁতা লোহার ডান্ডা দিয়ে পিটিয়ে মারা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই স্কুলেরই দুই পড়ুয়াকে গ্রেফতার করে। জেরায় তারা স্বীকার করে স্কুলে তাদের সিগারেট খেতে দেখে ফেলেছিল ওই ছাত্রটি। সে ভয় দেখায় সিগারেট খাওয়ার ঘটনা স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে।

এরপর ছাত্রটিকে তারা একটি নির্জন জায়গায় নিয়ে বেধড়ক মারধর করে। তার মাথায় প্রবল আঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে তদন্তে নেমে জানতে পারে ওই দুই ছাত্র মৃত ছাত্রের সহপাঠী ছিল। ওই দুজনকে সিগারেট খেতে দেখে স্কুল কর্তৃপক্ষকে জানানোর ভয় দেখানোয় তারা তাকে লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করে। তার মাথায় প্রচণ্ড আঘাত করা হয়। এরপর তার মৃত্যু হয়।

Most Popular