Home Crime ঝাড়খণ্ড থেকে গ্রেফতার ২ ISIS জঙ্গি, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে মিলেছে যোগসূত্র

ঝাড়খণ্ড থেকে গ্রেফতার ২ ISIS জঙ্গি, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে মিলেছে যোগসূত্র

by Shreya Maji
2 views

মহানগর ডেস্ক: সন্ত্রাসবাদ দমনে বড় সাফল্য।  ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS) স্কোয়াড অভিযান চালিয়ে দু’জন আইএসআইএস (ISIS) সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে। দুজনের বিরুদ্ধে ইউএপিএ এবং আইপিসি ধারায় মামলার অভিযোগ আনা হয়েছে।

বুধবার ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS)  জানিয়েছে যে তারা রাজ্যের গোড্ডা এবং হাজারিবাগ জেলায় দুই আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন, মোঃ আরিজ হুসাইন, যিনি গোড্ডা জেলার আসানবানি এলাকার বাসিন্দা। অভিযোগ করা হয়েছে যে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুবকদের  সঙ্গে সাক্ষাৎ  করতেন এবং তাদের প্ররোচিত করত। এটিএস একটি বিবৃতিতে এমনটাই বলেছে।

গোপন সূত্রর ভিত্তিতে তাদের আটক করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, অন্য ব্যক্তি, নাসিমকে হাজারীবাগের পেলাওয়াল এলাকায় থেকে গ্রেফতার করেছে পুলিশ । হুসাইনাইনের সঙ্গে “সন্দেহজনক চ্যাট” খুঁজে পাওয়ার পর তাকে  গ্রেফতার করা হয়েছিল। হুসাইন পাকিস্তান ও আফগানিস্তানে অবস্থিত আইএসআইএস এবং অন্যান্য নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তার যোগসূত্রের কথা স্বীকার করেছে। নাসিম হুসাইনাইনকে “জিহাদ” এবং আইএসআইএস মতাদর্শ সম্পর্কিত দুটি বই পাঠিয়েছিল বলেও খবর মিলেছে।

You may also like