HomeCrime. Two Sisters Gang Raped: ছত্তিশগড়ে আত্মীয়কে রাখি পরিয়ে ফেরার পথে গণধর্ষিতা...

. Two Sisters Gang Raped: ছত্তিশগড়ে আত্মীয়কে রাখি পরিয়ে ফেরার পথে গণধর্ষিতা দুই বোন, ধৃতদের মধ্যে বিজেপি নেতার ছেলে

- Advertisement -

মহানগর ডেস্ক: ভাগ্নির হাতে রাখি পরিয়ে রাখি উৎসব পালন করে বাড়ি ফিরছিল দুই বোন (Two Sisters Gang Raped)। বাড়ি ফেরার সময় তাদের রাস্তা আটকে দাঁড়ায় আট থেকে দশজন। তারপরই দুই নাবালিকা বোনকে ধর্ষণ করে তারা। এই ঘটনায় বিজেপির এক নেতার ছেলে-সহ মোট দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। নৃশংস ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে। ঘটনাটি ঘটেছে রিমস মেডিকেল কলেজের কাছে।

ওই দুই বোনকে যিনি নিয়ে আসছিলেন, তাঁকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। তবে অভিযোগ পাওয়ার পরই পুলিশ মামলা দায়ের করে। দ্রুত দশজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের মধ্যে পুনম ঠাকুর-সহ বাকিদের বিরুদ্ধে এর আগে অপরাধমূলক ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। পুনমকে এর আগে অপরাধের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছিল। আগস্টে সে জামিনে ছাড়া পায়। পুনম স্থানীয় বিজেপি নেতা লক্ষ্মীনারায়ণ সিংয়ের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

তবে গত দু মাসে ছত্তিশগড়ে বেশ কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে। মাওবাদী অধ্যুষিত সুকমায় ছ বছরের এক বালিকাকে ধর্ষণের ঘটনায় একটি স্কুলের পিওনের স্বামীকে গ্রেফতার করেছে। এই ধর্ষণের ঘটনা ঘিরে শাসকদল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের পাশাপাশি চাপানউতোরের ঘটনা ঘটে। এর আগে মার্চ মাসে তেইশ বছরের এক মহিলাকে গণধর্ষণের ঘটনা ঘটে।ওই ঘটনায় সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

Most Popular