মহানগর ডেস্ক: দেশে এখনও পণের জন্য বলি হয় বহু মেয়ে। ভাঙে সংসার। তবে এবার যে ঘটনা সামনে এসেছে তাতে শিউরে উঠেছেন অনেকেই। যৌতুকের টাকা দিতে না পারায় দড়ি দিয়ে স্ত্রীকে কুয়োতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
এক ব্যাক্তি তাঁর স্ত্রী কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুকের দাবী করে। স্ত্রী যৌক্তিক দিতে নারাজ হলে তাঁকে কুয়োতে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয় অভিযুক্ত ব্যক্তিটি সেই ঘটনার ভিডিও করে তার আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয় বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২০ আগস্ট নাগাদ মধ্যপ্রদেশের নিমুচ নামক একটি অঞ্চলে। অভিযুক্ত ব্যক্তিটিকে মধ্যপ্রদেশ পুলিশে গ্রেফতার করেছে। সূত্র থেকে জানতে পারা গিয়েছে অভিযুক্ত ব্যাক্তিটি নাম রাকেশ কির। তার স্ত্রী নাম ঊষা। তিনি তার স্ত্রীকে কুয়োয় ঝুলিয়ে দিয়ে একটি ভিডিও করে বউয়ের পরিবারের লোকেদের সেই ভিডিও পাঠিয়ে দেয়।
জানা গিয়েছে যে বউয়ের আত্মীয়রা পরে গ্রামে এসে কিছু জনের সাহায্যে তাদের মেয়েকে উদ্ধার করেন।এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে রকেশকে গেফতার করে। পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে যে অভিযুক্ত বউয়ের কাছ থেকে যৌতুক হিসেবে ৩ থেকে ৫ লাখ টাকা দাবি করেছিলেন।