Home Crime Woman Co-Worker Murdered: পাওনা টাকা চাওয়ায় মহিলা সহকর্মীকে খুন করে মুখে অ্যাসিড ঢেলে দিল অভিযুক্ত!

Woman Co-Worker Murdered: পাওনা টাকা চাওয়ায় মহিলা সহকর্মীকে খুন করে মুখে অ্যাসিড ঢেলে দিল অভিযুক্ত!

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: মর্মান্তিক! ধার দিয়েছিল মহিলা সহকর্মী (Woman Co-Worker Murdered)। ধার নেওয়া টাকার পরিমাণ নেহাত কম নয়। দশ লাখেরও বেশি। বারবার টাকা ফেরত চাওয়ায় তাকে একাধিকবার তলোয়ার চালিয়ে খুন করে পরিচয় লোপাট করতে তার মুখ অ্যাসিড ঢেলে বিকৃত করে দিল অভিযুক্ত টেকনিশিয়ান! নৃশংস ঘটনাটি ঘটেছে দিল্লিতে। মহম্মদ জাকির নামে অভিযুক্ত দিল্লির নিজামুদ্দিন স্টেশনে টেকনিশিয়ানের কাজ করে।

পুলিশ জানিয়েছে ২০১৮ ও ২০১৯ সালে ব্যক্তিগত ঋণ নিয়ে ওই মহিলা ক্লার্ক এগারো লাখ টাকা ধার দিয়েছিল অভিযুক্তকে। নিহত মহিলার বিকৃত দেহ পাওয়া যায় সেক্টর মেট্রো স্টেশনের কাছে। দেহ উদ্ধার করে গ্রেটার নয়ডা পুলিশ। পুলিশ জানিয়েছে সেপ্টেম্বরের আট তারিখে মায়ের খোঁজ না পাওয়ায় নিহতের মেয়ে থানায় অভিযোগ দায়ের করে। মহিলার বাড়ির লোক আম্বেদকর নগর পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়েরি করা হয় বলে এক প্রবীণ পুলিশ অফিসার জানিয়েছেন।

পরের দিন নিহতের পরিবার নলেজ পার্ক থানা থেকে ফোন পায়। ফোনে মায়ের মৃত্যুর খবর জানায় পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে অভিযুক্ত ওই মহিলাকে টাকা ফেরত দেয়। ফলে এনিয়ে দুশ্চিন্তায় ছিল মহিলা। তদন্তে জানায় ওই মহিলা দুপুর দুটো নাগাদ অফিস থেকে বেরিয়ে যান। জাকির সেদিন ছুটিতে ছিল। পুলিশ জাকিরের ফোনের হদিশ শুরু করে। রিং করে জানা যায় মোবাইল সুইচ অফ রয়েছে।

পুলিশ অভিযুক্ত কোথায় আছে তার খোঁজ পায়। তার খোঁজে কুড়ি ঘণ্টা ধরে সুভাষ বিহারের ষাটটি এলাকায় তল্লাশি চালায়। তারপর তাকে গ্রেফতার করে। জেরায় জাকির জানায় নিহত মহিলা টাকা ফেরতের জন্য তাকে চাপ দিচ্ছিল। তারপরই ওই মহিলাকে খুন করার মতলব আঁটে জাকির। তাকে নলেজ পার্কে নিয়ে গিয়ে সঙ্গে আনা তলোয়ার দিয়ে খুন করে। নিহতের পরিচয় লুকোতে সে তার মুখে অ্যাসিড ঢেলে দেয়। অ্যাসিডের বোতল ও তলোয়ার নয়ডার একটি বৈদ্যুতিক পোলের পাশে ঝোপের মধ্যে লুকিয়ে রাখে।

 

You may also like