মহানগর ডেস্ক: একষট্টি বছরের সুপ্রিম কোর্টের আইনজীবীকে খুন করে স্টোররুমে ৩৬ ঘণ্টা লুকিয়ে রেখেছিলেন স্বামী। কিন্তু শেষরক্ষা হয়নি। শনিবার পুলিশ খোঁজ করে বাথরুমে স্ত্রীর দেহের সন্ধান পায়। তারপর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নয়ডা বাংলোয়। মৃত স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী রেণু সিনহা স্বামীর সঙ্গে থাকতেন। তাঁদের ছেলে বিদেশে থাকে।
রেণুর ভাই দুদিন ধরে তাঁর ফোন বাজলেও কোনও সাড়া না পাওয়ায় তিনি পুলিশকে জানান। বাংলোয় পৌঁছে আইনজীবীর দেহ বাথরুমে পড়ে থাকতে দেখে। তাঁর স্বামীর কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ এবার স্বামীর মোবাইল ফোন ট্র্যাক করে। শেষ লোকেশন দেখা যায় বাংলো। পরে তারা বাথরুমে লুকিয়ে থাকা স্বামীকে খুঁজে বের করে। এর আগে আইনজীবীর ভাই রেণুকে খুন করার ব্যাপারে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।
পুলিশ জানিয়েছে খুনের পেছনে বাংলো বিক্রি নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। অভিযুক্ত স্বামী বাংলো বিক্রি করে ক্রেতার রাছ থেকে টোকেন হিসেবে টাকা নেন। রেণু বাংলো বিক্রি করতে রাজি ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে ঘনঘন ঝগড়া,গোলমাল হতো। শেষপর্যন্ত রেণুকে খুন করেন অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।