মহানগর ডেস্ক: দিন কয়েক পরেই গুজরাতে হাইভোল্টেজ বিধানসভা (Gujarat Assembly Election) ভোট। ডিসেম্বরের এক ও পাঁচ তারিখে ভোটের ফলে জানা যাবে গুজরাতে শাসনের রাশ কার হাতে থাকবে। শাসক বিজেপি তাদের কুর্সি ধরে রাখবে না, ক্ষমতায় আসবে কংগ্রেস। নাকি নতুন দল হিসেবে মসনদে বসবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। গুরুত্বপূর্ণ ভোটের আগে সোমবার সমস্ত প্রার্থীর ইতিহাস ঘেঁটে তাঁদের বিরুদ্ধে অপরাধের সালতামামি প্রকাশ করল (Criminal Records) অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম বা এডিআর। তাদের রিপোর্টে জানা গিয়েছে মোট ১,৬২১ জন প্রার্থীর মধ্যে ৩৩০জনের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। শতকরার হিসেবে ২০ শতাংশ। আর তালিকার শীর্ষে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
অপরাধের মামলা রয়েছে, তাদের এমন প্রার্থীর সংখ্যা ৬১জন। ২০১৭ সালে মোট প্রার্থীর মধ্যে ২৩৮জনের বিরুদ্ধে অপরাধের মামলা ছিল বলে জানিয়েছে এডিআর। প্রার্থীদের নিয়ে সোমবার প্রকাশ হওয়া রিপোর্টে জানা গিয়েছে দুই পর্যায়ের ভোটে কংগ্রেসের ষাটজন এবং বত্রিশজন শাসক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। মোট ১৯২জন প্রার্থীর বিরুদ্ধে খুন,ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযাগ রয়েছে। তাদের মধ্যে কংগ্রেস,বিজেপি ও আপের ৯৬জন রয়েছেন। ভোটে মনোনয়ন দেওয়ার সময় পেশ করা হলফনামায় এই তথ্য জানিয়েছেন প্রার্থীরা। প্রথম দফায় ভোটে লড়ছেন মোট ৭৮৮জন প্রার্থী যে ৩৩০জন প্রার্থী প্রথম দফায় ভোটে লড়ছেন, তাদের মধ্যে ১৬৭ জনের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। দ্বিতীয় দফায় ৯৩টি আসনে ১৬৩জনের বিরুদ্ধে অপরাধের মামলা ঝুলছে বলে জানা গিয়েছে। এইসব প্রার্থীর অনেকের বিরুদ্ধে রয়েছে জামিন অযোগ্য মামলা। এডিআরের দাবি দলগুলির প্রার্থী বাছাইয়ের সময় কোনওভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি।