Home Featured Cristiano Ronaldo Viral Video in FIFA WC: আন্ডারপ্যান্ট থেকে কি বের করে গালে পুরলেন রোনাল্ডো? ভাইরাল CR7-এর ভিডিয়ো

Cristiano Ronaldo Viral Video in FIFA WC: আন্ডারপ্যান্ট থেকে কি বের করে গালে পুরলেন রোনাল্ডো? ভাইরাল CR7-এর ভিডিয়ো

by Arpita Sardar

মহানগর ডেস্ক: কাতারে ফিফার অন্যতম হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল পর্তুগাল-ঘানার ম্যাচ। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পর্তুগাল। দেশের হয়ে গোলও করেছেন রোনাল্ডো। তবে সেই ম্যাচ নিয়ে যা না চর্চা হয়েছে, তার থেকে বেশি চর্চিত হচ্ছে অন্য এক কীর্তি নিয়ে জোর চর্চা। ম্যাচের ৩৫ মিনিটে গিয়ে তাকে দেখা গেল নিজের অন্তর্বাসে হাত ঢুকিয়ে কি একটা খাচ্ছে। তা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহলের যেন শেষ নেই। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিয়ো।

প্রসঙ্গত, ম্যাচ তখন জমে উঠেছে। পার হয়েছে সবে ৩৬ মিনিট। হঠাৎ করেই সবার নজরে আসে নিজের প্যান্ট ফাঁক করে অন্তর্বাসের ভেতর থেকে কি যেন একটা বের করে গালে পুড়ে দিলেন পর্তুগালের অধিনায়ক। এরপরই সবাই সেই ভিডিও নিয়ে হইহই ফেলে দেয়। যদিও পর্তুগিজ গণমাধ্যমের খবর, অন্তর্বাস থেকে এনার্জি সাপ্লিমেন্ট বের করে খাচ্ছিলেন রোনাল্ডো। তবে এই নিয়ে একাধিক মিম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

এদিকে বিতর্ক একাধিক মিমের মাঝেও ঘানা ম্যাচে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করে অনবদ্য রেকর্ড করেন সিআর৭। দোহার স্টেডিয়ামেও ম্যাচের ৬৫ মিনিটে রোনাল্ডোর গোলেই এগিয়ে গিয়েছিল পর্তুগাল। শেষ পর্যন্ত কোনও মতে ৩-২ গোলে ম্যাচ জিতে সম্মান বাঁচায় পর্তুগিজরা। এদিকে ২০২২ সালের আগে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ সালের বিশ্বকাপেও গোল করেছিলেন রোনাল্ডো। এর আগে ৪ বিশ্বকাপে গোল করে পেলে, উয়ে সিলার এবং মিরোস্লাভ ক্লোজের। তবে এই বিশ্বকাপে তাঁদেরকেও পিছনে ফেলে দিয়েছিল রোনাল্ডো। সদ্য প্রাক্তন হওয়া ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ বিতর্কের মাঝে এটাই সম্ভাব্য শেষ বিশ্বকাপ রোনাল্ডোর। আর সেই ম্যাচে যে তিনি ছাপ ফেলে যেতে চাইবেন সেটাই স্বাভাবিক।

You may also like