মহানগর ডেস্ক: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhle)। বয়সজনিত কারণে বেশ কিছু শারীরিক সমস্যা ছিল অভিনেতার। তা থেকেই আজ বুধবার শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
তবে ইতিমধ্যে অভিনেতার শরীরে কী কী সমস্যা দেখা দিয়েছে তা এখনও কিছু জানা যাচ্ছে না। বর্তমানে তিনি কেমন রয়েছেন, সে বিষয়েও রীতিমতো মুখে কুলুপ এসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা ভালো নেই। পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক।
শুধু বলিউড নয়, মারাঠি ছবি এবং নাটকেও চুটিয়ে অভিনয় করেছেন বিক্রম গোখলে। প্রচুর সিনেমায় জনপ্রিয় ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ২০১৬ সালে গলার কিছু সমস্যা নিয়ে চলচ্চিত্র জগৎ থেকে বিরতি নেন তিনি। তারপর থেকে আর তেমন পর্দায় দেখা যায় না তাঁকে।