মহানগর ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অবশেষে কিছুটা কমল তেলের (Crude Oil) দাম। অন্যদিক থেকে তেল রপ্তানিতে করের (Export Tax) পরিমাণ কমাল নয়া দিল্লি। লিটার পিছু ৬ টাকা করে কমানো হল পেট্রোল রপ্তানির খরচ। পাশাপাশি ডিজেলে ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে।
জুলাই মাসের শুরুতেই বাড়ানো হয়েছিল করের পরিমান। দেশীয় বাজারে জ্বালানির যোগান কমে গেলে রপ্তানিতে কর বসানোর কথা জানায় কেন্দ্রীয় সরকার। বুধবার একটি সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রতি টন পিছু দিতে হবে ১৭ হাজার টাকা। আগের নিয়ম অনুযায়ী, ২৩ হাজার ২৫০ টাকা কর দিতে হত রপ্তানিকারক সংস্থাগুলিকে। সেইসঙ্গে বিমানের জ্বালাননিতেও দু’টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। ডিজেলের ক্ষেত্রে একই পরিমাণ কর ছাড়ের কথা জানিয়েছে মোদি নেতৃত্বাধীন সরকার। অর্থাৎ ২০ জুলাই থেকেই কর কমছে তেলের রপ্তানিতে।
সূত্র অনুযায়ী, স্পেশাল ইকোনমিক জোন থেকে কোনও পণ্য রপ্তানি করা হলে আবগারি বিভাগ থেকে ছাড় দেওয়া হবে। তবে কোন পণ্যে কতটা ছাড় পাওয়া যাবে, সেই নিয়ে বিশদে কিছু জানানো হয়নি। এদিকে কর কমায় বিভিন্ন তেল উৎপাদনকারী সংস্থাগুলি লাভবান হবে। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরেই বাড়তে শুরু করে তেলের দাম। কিন্তু অন্যদিকে খুব সস্তায় অপরিশোধিত রুশ তেল কিনতে শুরু করে ভারতের সরকারি ও বেসরকারি সংস্থাগুলি। অতিরিক্ত মুনাফার লোভে তেল শোধন করে তা বেশ চড়া দামে রপ্তানি করা হচ্ছিল বিদেশে। যার দরুন দেশীয় বাজারে টান পড়ছিল। ফলে অতিরিক্ত কর চাপিয়ে দেওয়া হয়েছিল তেলের জোগান বাড়াতে। এদিন ফের তা কমিয়ে দেওয়া হয়েছে।