মহানগর ডেস্ক: মন্ত্রী আমলাদের অফিসে রাজ করছে বাঁদর। করিডোর জুড়ে তারাই চলাফেরা করবে। আর তাদেরকে সমূলে উৎপাটিত করতেই আনা হল হনুমান সেনাদের। মোদী সরকারের মন্ত্রী-আমলাদের সুরক্ষিত রাখতে বাঁদর সেনাদের রুখে দিচ্ছে হনুমান (Hanuman) বাহিনী। মুখপোড়াদের বসে থাকতে দেখে অফিসের ধারে কাছে ঘেঁষছে না বাঁদর দল।
সূত্রের খবর, নয়াদিল্লির শাস্ত্রী ভবনর (Shastri Bhawan) রয়েছে গুরুত্বপূর্ণ ৬ টি কেন্দ্রীয় মন্ত্রকের প্রশাসনিক কার্যালয়। কার্যত নিত্যদিন সেখানে মন্ত্রীরদের আসা যাওয়া লেগেই থাকে। আমলারাও যান। বলা যায় দিনভর সেখানে চলে সাধারণ মানুষের মেলা। আর সেই শাস্ত্রী ভবনেই দিনদিন আস্তানা গড়ছিল বাঁদর সেনা। তাদের উৎপাতে বহু মানুষ আঁচড়, কামড় খেয়েছে বলে খবর। এবার সেই বাঁদরদের রুখতে হনুমানেই ভরসা রেখেছে গেরুয়া শিবির।
উল্লেখ্য শাস্ত্রী ভবনের বিভিন্ন ফ্লোরের সিঁড়িতেই বসে রয়েছে মুখপোড়া হনুমান। তাদের ভয়েই ধারে কাছে ঘেঁষছেনা বাঁদর সেনারা। তবে এই হনুমান গুলি এক একটি কাটআউট। কিন্তু বাঁদর বেটারা সেটাকেই সত্যি বলে ধরে নিয়েছে। শাস্ত্রী ভবনের কর্মীরাই জানিয়েছেন, গাছ বেয়ে বাঁদর ঢুকে পড়ত অফিসের ভিতরেও। কিন্তু তাদের দৌরাত্ম্য কিছুটা কমেছে। তবে কার্যালয়ের বাইরের পরিস্থিতির খুব একটা বদল হয়নি। সেখানে তাদের উৎপাত লেগেই রয়েছে।
তবে শাস্ত্রী ভবনে যাঁরা ছুটির পর পর নতুন কাজে আসছেন তাঁরাও প্রথমে হনুমানের কাট দেখে চমকেছেন। যদিও পরে বুঝতে পেরেছেন ওগুলো আসলে বাঁদর তাড়ানোর দাওয়াই।